এই প্যাটার্ন লক দেখেছেন তো? মিস করবেন না কিন্তু

এবার এমন প্যাটার্ন লক দিন,কেউ আর খুলতে পারবে না।

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছে।আজ নিয়ে এলাম এমন এক এপ যার মাধ্যমে আপনার প্যাটার্ন লক দিয়ার স্টাইল ই পাল্টে যাবে।

 

 

 

ছবি দেখেই নিশ্চই বুঝে গেছেন আমি কেমন প্যাটার্ন লকের কথা বলছি।আসুন দেখে নেই কীভাবে এরকম প্যাটার্ন লক সেট করতে পারবেন।

যা যা লাগবেঃ

Xposed Installer.apk

CyanLockScreen Module

Rooted Device

তো আর দেরী কেন?উপরের এপ্সগুলো এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন।

 

Xposed Installer

Link: Click Here

 

Cyan LockScreen

 

Link:  Click Here

 

iRoot.apk [যাদের ফোন রুট করা নেই,তারা এই এপের মাধ্যমে রুট করে ফেলুন।]

Link: Click Here

 

বি.দ্রঃডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে "Create Download Link" এ প্রেস করুন,অন্য কোন পেইজে নিয়ে গেলে আবার Back Button প্রেস করে "Create Download Link" এ প্রেস করুন,ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।

 

চলুন এবার আসল কাজে ঝাপিয়ে পরিঃ.

১)প্রথমে Xposed Installer ইন্সটল করে ফেলুন।ইন্সটল হয়ে গেলে Open করুন। তারপর Framework>Install/Update এ প্রেস করুন।ফোন রিবুট/রিস্টার্ট করতে বললে রিবুট/রিস্টার্ট করুন।

২)CyanLockScreen Install করে ফেলুন।ইন্সটল হয়ে গেলে Open করার দরকার নেই।

৩)আবার Xposed Installer Open করুন। Xposed>Module এ গিয়ে CyanLockScreen এ টিক দিন।

৪)আপনার ফোনটি পুনরায় রিবুট/রিস্টার্ট করুন।

৫)ফোন অন হলে Setting>Security>ScreenLock>Pattern 3*3/4*4//5*5/6*6  যেকোন টা সিলেক্ট করুন।আর প্যাটার্ন সেট করে নিন আপনার মন মত। এখানে ৩*৩ মানে ৩ টি করে কলাম,৪*৪ মানে ৪ টি করে কলাম,একই ভাবে ৫*৫ এবং ৬*৬ মানে যথাক্রমে ৫ এবং ৬ করে কলাম।

এইবার আপনার বন্ধুদেরকে দেখিয়ে তাদের কে অবাক করে দিন।

 

টিউনটি কেমন লাগলো?ভালো লেগে থাকলে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না,সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙁 🙂 ভাই রে ছয়টাই আকতে বারোটা বাজে। আর এইখানে এত্ত গুলা???

Level 2

হায়রে কপাল

mobile ki root takte hobi

এইডা দিয়া লক করলে আমার মোবাইলই তো আমি খুলতে পারুমনা… লুল!!

ফোনের ব্যাকআপ রেখে আন্দাজে লক দি