Hidden, Read only ফাইল খোঁজা এবং attribute পরিবর্তন করার দারুন একটা সফটওয়্যার (সাইজ মাত্র ২৮ কে.বি)

""ভাইরাস আপনার ফাইল গুলোকে হাইড করে দিয়েছে অথবা Read only করে দিয়েছে? সমাধান ছোট একটা সফটওয়্যার""

কেমন আছে সবাই? আসা করি ভালই আছেন। আমি এই ব্লগ এ পুরোনো ভিউয়ার এবং নতুন টিউনার। আসা করি এখন থেকে রেগুলার আপনাদের সাথে থাকব।

 আজ আমি আপানাদের যে সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিব তার নাম Hidden File Tool ।এটি একটি portable সফটওয়্যার তাই ইন্সটল করার ঝামেলা নাই। এই সফটওয়্যারটির size এ ছোট কিন্তু কাজে ব্যপক।অনেক সময় আমাদের computer এর ফাইল গুলো ভাইরাসের কারনে হিডেন বা রিড অনলি হয়ে যায়। তখন ওই ফাইল গুলা খুজে খুজে ঠিক করা খুবই কঠিন কাজ।

আমি আজ আপনাদের যে সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তা দিয়ে মাত্র কয়েক ক্লিকেই এই সমস্যার সমাধান করতে পারবেন।

কিভাবে করবেনঃ

১. প্রথমে Hidden File Tool সফটওয়্যারটি ডাউনলোড করুন;

২. সফটওয়্যারটি রান করুন। নিচের ছবির মত আসবে;

৩. এবার নিচের ছবির মত আপনার directory সিলেক্ট করুন;

৪. কোন ধরনের ফাইল সার্চ করবেন সেগুলো সিলেক্ট করুন;

৫. search এ ক্লিক করুন;

 ৫. আপনার সিলেকশান অনুযায়ি সমস্ত ফাইল show করবে;

 ৬. এই বার ফাইলগুলো select করে কি change করতে চান সেই অনুযায়ি টিক দেন;

 ৭. change এ ক্লিক করুন

 ৮. ব্যাস কাজ শেষ।

ডাউনলোড লিংকঃ Hidden File Tool

 

: : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : :

আমি এক যাযাবর, আমি এক যাযাবর

পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি

অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি

আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি

গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ