কোনো ঝামেলা ছাড়াই নষ্ট হার্ডডিস্ক ঠিক করুন মাত্র ছোট একটি সফটওয়্যার দিয়ে

আসসালামু আলাইকুম,

আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর লিঙ্ক দেব। সফটওয়্যারটির মাধমে আপনি কোনো ঝামেলা ছাড়াই নষ্ট হার্ডডিস্ক ঠিক করুন। এটি মাত্র ১ MB সাইজ এর কিন্তু খুবই কাজের একটি সফটওয়্যার।সফটওয়্যারটির সাথে সিরিয়াল দেয়া আছে। আপনাদের আর নতুন করে সিরিয়াল খুজার দরকার নাই।

আপনাদের পিসি বা ল্যাপটপের নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্ক ঠিক করতে আপনাদের হার্ডডিস্কটি আর খোলার দরকার হবে না।আসা করি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে।

কিভাবে করবেন তা নিচে সচিত্র বর্ণনা করলামঃ

১. এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং সফটওয়্যারটি আপনার পিসিতে ইনিস্টল করুন।

২. সিরিয়াল নাম্বার দিয়ে রেজিস্টার করুন।

৩. নষ্ট হার্ডডিস্ক টি আপনার ল্যাপটপের বা পিসির ২য় হার্ডডিস্ক হিসেবে লাগান।

৪. সফটওয়্যারটি ওপেন করুন

৫. এবার নষ্ট হার্ডডিস্ক টি সিলেক্ট করুন এবং continue বাটনে ক্লিক করুন।

৬. তারপর LOW LEVEL FORMAT এ ক্লিক করে FORMAT THIS DEVICE এ ক্লিক করুন এবং কিছু ক্ষন অপেক্ষা করুন।

৭. ব্যাস আপনার কাজ শেষ।

ডউনলোড লিঙ্কঃ "হার্ডডিস্ক রিপিয়ার"

ভাল থাকবেন সবাই

 

: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :: : :

বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর –
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর –
আমি চির উন্নত শির!

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ata toa hard disk format hoea jabe. ami vabsilam , formate sara hard disk ta thik kora jabe