সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন,হাজির হলাম নতুন এক টিউন নিয়ে।
আমরা কম বেশি সকলেই এখন কম্পিউটার ব্যবহার করে থাকি,কম্পিউটারে কাজ করি বিভিন্ন।গান শুনি,মুভি দেখি,অফিসের কাজ করি,গ্রাফিক্সের কাজ করি,আরো অনেক অনেক কাজ করি।
কিন্তু সমস্যা হয় তখন যখন এটি হয়ে যায় কচ্ছপের গতির মত।কম্পিউটার আর চালানো যায় না,চালানো মুশকিল হয়ে যায়,অনেকে অনেক ধরণের ক্লিনার ব্যবহার করে থাকেন,কিন্তু দিন শেষে দেখা যায় কোন সমাধান নেই,যেই লাউ সেই কদু।
গুগলে অনেক ঘাটাঘাটি করে একটা জিনিস পেলাম এবং সাথে সাথেই আপনাদের জন্য নিয়ে এলাম।
এটি একটি কমান্ড [CMD] ফাইল,এটিকে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার পুরো কম্পিউটারে যত ফাইল/ফোল্ডার আছে সব এক সাথে রিফ্রেশ করে দেয়,এটি নয়মিত করার ফলে আপনার কম্পিউটার থাকে নতুনের মত ফাস্ট,রকেট।
তো আর কথা না বাড়িয়ে নিচ থেকে চলুন ডাউনলোড করে নেই ফাইলটি।
Dawnload Link:
এর সাথে নিয়ে নিন একটি Auto Refresh Regisry File,আপনাকে আর কষ্ট করে বার বার রিফ্রেশ করতে হবে না,এইবার কম্পিউটার নিজে নিজেই রিফ্রেশ করে নিবে।
ফাইলটি নিচ থেকে ডাউনলোড করে ডাবল ক্লিক দিয়ে OK প্রেস করলেই এর কাজ শুরু হয়ে যাবে,আর পিসি হয়ে যাবে রকেট!
Download Link
ডাউনলোড করতে কোন সমস্যা হলে নিচের ছবির মত Create Download Link এ ক্লিক করুন,ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
তো কেমন লাগলো টিউনটি জানাতে ভুলবেন না,আর নতুন কি নিয়ে টিউন করা যায় তাও জানাবেন,কেননা আপনাদের জন্যই আমার এই টিউন।আপনাদের সকল ভালো লাগা,মন্দ লাগা আমাকে জানাবেন।ভুল-ভ্রান্তি হলে ক্ষমা করবেন।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
ভাই কষ্ট করে ডাউনলোড লিংক টা চেঞ্জ করেন, এই সাইটে এডওয়ার প্রবলেম এর কারনে ডাউনলোড করতে বেশী প্রবলেম হয়। ইদানিং অনেকেই এই প্রবলেম সাইটে আপলোড কেন দিচ্ছে বুঝলাম না।