হ্যালো টেকটিউনস কমিউনিটি,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই। আমিও পরম দয়ালুর রহমতে ভালোই আছি।
টাইটেল দেখেই নিশ্চয় বুঝে গিয়েছেন কি নিয়ে টিউন করতে চলেছি। তাহলে দেরি না করে এক নজরে দেখে আসি এর ফিচার গুলো,
এটা আপনার জন্যে যা করবে
তো আর দেরি কেনো এখনি ডাওনলোড
করে নিন আর গরম গরম উপভোগ করুন (mediafire link).
ওয়ার্ড যখন আরও কিছু লাগবে তখন কিছু কথা বলি,
এটা আমার দ্বিতীয় টিউন, প্রথম টিউনে আমি একটা এন্ড্রয়েড এপ শেয়ার করেই ব্যান হয়েছিলাম।
পরে বুঝতে পারলাম আমি হয়তো বিডি আপলোড নামক একটি সাইটে এপটি হোস্ট করার কারনে ব্যান হয়েছি।
পরে অবশ্য মডারেটর আমার টিউনারশীপ ফিরিয়ে দেয়।
কিন্তু, মডারেটরের কাছে আমার একটা প্রশ্ন!
কেন এই একচোখামি?
প্রতিদিন প্রচুর টিউনার তাদের ওয়েবসাইটের এড, অফিলিয়েট লিঙ্ক, অফিলিয়েটফাইল শেয়ার করে যাচ্ছে।
কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন ভাইয়েরা, অল্প কিছু সংখ্যক টিউনারের টিউনারশীপ কেড়ে নেয়া হচ্ছে আর বাকিদের "যেই লাউ সেই কদু"
তাহলে আমার মনে প্রশ্ন এই প্রশ্ন আশা যথেষ্ট যুকিযুক্ত যে, মডারেটররা কি টাকার বিনিময়ে তাদের টিউন গুলো রেখে দিয়েছেন?
আমি শুধু এটাই জানতে চাচ্ছি, আইন কেন সবার জন্যে সমান হচ্ছে না?
আল্লাহ হাফেজ
আমি আল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks