সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ হাজির হলাম নতুন এক সমস্যার বিকল্প সমাধান নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।
অনেকে আমাকে মেসেজ করেন যে কীভাবে PowerAmp ব্যবহার করবো,কীভাবে এর ফুল ভার্সন ব্যবহার করবো,কীভাবে এর পেইড ভার্সন চালাবো।
অনেকেই বলে এর সমাধান আছে,অনেকেই বলে ডিভাইস রুট করলে নাকি এই সমস্যার সমাধান করা যায়,আবার অনেকেই আরো বিভিন্ন পদক্ষেপ/ট্রিক্স এর কথা বলেন।তবে দিন শেষে দেখা যায় যেই লাউ সেই কদু।
তাই আজ এর একটি বিকল্প সমাধান নিয়ে হাজির হলাম।সারাদিন অনেক খোজাখোজির পর একটা সমাধান পেলাম।একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যেখানে বলা হয়েছে এন্ড্রয়েডের জন্য PowerAmp Music Player থেকেও ভালো একটি প্লেয়ার রয়েছে,যাকে PowerAmp এর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।প্রথমে আমার বিশ্বাস হচ্ছিলো না,তখন নিজে ব্যবহার করে দেখলাম ঘটনা সত্যি।এটি হুবুহু PowerAmp এর ন্যায় কাজ করে।
Player টির নাম হলো- Shuttle + Music Player.
এটিও PowerAmp এর মতই একটি পেইড এপ,তবে এটি PowerAmp এর মত তেমন ঝামেলা করে না।আর এটার মধ্যে রয়েছে স্পেশাল সব ফিচার,তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
-Material Design
-Built in 6-band equalizer with bass boost
-Lyrics (embedded lyrics only, for legal reasons)
- id3 tag editing
- Sleep timer
- Extremely customizable widgets
- Folder browsing
তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন এপটি।
App Name: Shuttle + Music Player
Size: 5.31MB
Download Link: এখানে ক্লিক করুন [লিংকে ঢুকে "Create Download Link" এ ক্লিক করুন
তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকবে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
thanks