নিয়ে নিন মোস্তফা গেইম [শুধুমাত্র এন্ড্রয়েড ইউজার দের জন্য]

সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন এক টিউন নিয়ে।

আজ যেটি নিয়ে টিউন করবো তা হলো একটি গেইম।এই গেইমের কথা হয়তো অনেকের ই মনে আছে।

গেইমটি হলো মোস্তফা গেইম।ছোটবেলায় বাসা থেকে টাকা চুরই করে নিয়ে গিয়ে এই গেইম টা খেলতাম,কি দিন ছিলো আমাদের।এখন ও মনে পরে সে কসাই বসের কথা,হুন্ডা বসের কথা,ব্লেড বসের কথা।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম মোস্তফা গেইম তাও এবার এন্ড্রয়েড প্লাটফর্মে তথা এন্ড্রয়েড ভার্সনে।এবার আর কষ্ট করে টাকা চুরি করে খেলা লাগবে না,কেননা এখন থেকে খেলতে পারবেন যত খুশি তত,যখন খুশি তখন,নিতে পারবেন আনলিমিটেড কয়েন,যা দিয়ে খুব সহজেই আনন্দ সহকারে গেইমটি অভার করতে পারবেন।

তো আর বেশি কথা বাড়িয়ে কিংবা বক বক করে লাভ নেই,নিচ থেকে এখুনি গেইমটি ডাউনলোড করে ফেলুন,আর আপনার বন্ধু কিংবা ছোট ভাইকে চমকে দিন।

Name :  Cadillacs & Dinosaurs

Size:  11.8MB

Link:  Click Here

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকবে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকবে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ

 

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস