হাজির হলাম চতুর্থ টিউন নিয়ে।আশা করি সকলের ভালো লাগবে আমার এই নতুন টিউন।
অনেকেই বলেন চাইনিজ ফোনের সাউন্ড শুনে নাকি খুব একটা মজা পান না,আজ এই সমস্যার সঠিক সমাধান নিয়েই আমার এই টিউন।
চাইনিজ ফোন গুলো মূলত MTK Processor দিয়ে বানানো হয়ে থাকে,আর এই ফোন গুলোতে যেই সাউন্ড ইঞ্জিন গুলো দেয়া থাকে তা খুব একটা ভালো মানের নয়।যেমন উদাহরণ স্বরুপ বলা যেতে পারে সনির কথা।সনি তাদের ফোনে সব সময় ভালো মানের সাউন্ড আউটপুটের জন্য একটি বিশেষ ধরণের সাউন্ড ইঞ্জিন দিয়ে থাকে।সনির বহুল আলোচিত একটি সাউন্ড ইঞ্জিন হলো Clear Audio+ With Walkman Player.তাই সনি মোবাইল গুলোতে গান শুনলে সবাই হারিয়ে যায় অন্য এক ভুবনে,আমার গান শুনার মাত্রাকে নিয়ে যায় অন্য এক লেভেলে।
কিন্তু চাইনিজ ফোন গুলিতে এইরকম কোন সাউন্ড ইঞ্জিন না থাকার ফলে আপনারা গান শুনে খুব একটা মজা পান না।তবে রুট ইউজার যারা আছে আছে তারা বিভিন্ন এপ এর মাধ্যমে সাউন্ড কে কাস্টমাইজ করে গান শুনেন,তার মধ্যে বহুল আলোচিত দুটি এপ্স হলো-ভাইপার এফ এক্স এবং আরেকটি হলো ডলবি ডিজিটাল প্লাস।
এখন কথা হলো আনরুট ইউজার রা তাহলে কি করবে?আজ আমি আনরুট ইউজার দের জন্য নিয়ে এলাম একটি সাউন্ড মোড করার এপ,যা আপনার মিউজিক শুনার স্টাইলকে নিয়ে যাবে অন্য এক লেভেলে।এপটির নাম হলো Bass Booster Pro.apk
যেহেতু নামের শেষে প্রো আছে,সেহেতু বুঝতেই পারছেন এটি একটি পেইড এপ।এই এপটি রুট এবং আনরুট ইউজার সকলেই ব্যবহার করতে পারবেন,সাজিয়ে নিতে পারবেন ইচ্ছে মত ইকোয়েলেজার রক,পপ,ফ্লাট কিংবা হিপ হপ,বাড়িয়ে নিয়ে পারবেন বিট/বেস।আরো আছে অনেক ফিচার।
তো আর দেরী কেন এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন এপটি।আর গান শুনে হারিয়ে যান অন্য কোন এক ভুবনে।
App Name: Bass Booster Pro.apk
Size: 1.37MB
Download Link: এখানে ক্লিক করুন
বি.দ্রঃডাউনলোড করতে কোন সমস্যা হলে নিচের ছবিতে লাল মার্কের স্থানে ক্লিক করুন,ইনশাল্লাহ ডাউনলোড হবে 🙂
তো কেমন লাগলো টিউনটি ? ভালো লেগে থাকলে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না,আর পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তাও জানাবেন,কেননা আপনাদের জন্যই আমার এই টিউন।সবাই ভালো থাকবেন।টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
good