আসুন পরিচিত হই অসাধারণ এক গুন ” স্কেচিং” এর সাথে + স্কেচিং করার দারুন একটি কিউট সফটওয়্যার !!!

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ছুটির দিনে লিখতে বসে ভাবলাম আজকে পাঠকদের নতুন কিছু উপহার দেই। টিউনটি লেখার আগে শিরোনাম দেখে যারা বুঝতে পেরেছেন আজকে লেখার মুল বিষয় তাদের কে আবারো ধন্যবাদ। আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য আগে একটু ভুমিকা দিয়ে শুরু করছি।

স্কেচ্চিং কি ?

স্কেচ্চিং হল একটি দারুন প্রতিভা। প্রতিভা এই কারনে যে যারা স্কেচিং এর মত দারুন এই কাজটি জানে তারা চাইলেই বানাতে পারে অসাধারন সব ছবি যা তাদের পেন্সিল এবং তুলির সমন্বয়ে হয়ে উঠে আরও প্রাণবন্ত। সহজ ভাষায় স্কেচিং হল কোন একটি বাস্তব জিনিষ থেকে সেটিকে ছবিতে পরিণত করা। তবে এর বাইরেও স্কেচিং বলতে বুঝায় মনের কল্পনা থেকে নতুন কিছুকে সৃষ্টি করা। এখনকার যুগে যে সকল কার্টুন বা বিখ্যাত এনিমেশন ছবি আমরা দেখি তার সবই হয় স্কেচিং করে তার পড়ে থ্রিডি মডেলিং করা হয়। কাজটা আসলে যত সহজ কথায় বললাম আসলে এতো সহজ না। দেখা যায় যে এক একটি কার্টুন বানানোর কাজে বাস্ত থাকে অনেক স্কেচার এবং অ্যানিমেটর।

এখন আসা যাক স্কেচিং কত প্রকার ? আমার দৃষ্টিতে স্কেচিং মূলত ২ প্রকার

১  2D স্কেচিং

2D স্কেচিং এ মূলত দেখা হয় বস্তুটির দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে। যদি কার্টুন বানানো হয় সে ক্ষেত্রে character এর movement গুলোকে প্রতিনিয়ত কাহিনী অনুযায়ী আঁকা হয়ে থাকে।

2 3D স্কেচিং

3D স্কেচিং এ মূলত প্রধান বিষয় হল যারা ছবিটি দেখবে তাদের কাছে মনে হবে ছবিটা যেন জীবন্ত। মনে হবে কাগজ থেকে বের হয়ে আসছে ছবিটি। এটি অনেক চ্যালেঞ্জইং স্কেচিং কারণ এই ক্ষেত্রে যে ছবিটি আঁকছে সে এই বিষয়ে কতটা expert সেটা depend করে। দেখুন নীচের কিছু 3D স্কেচিং এর উদাহরন

 

 

 

আশা করছি স্কেচিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পারলাম আপনাদের। এবার আসি আসল টিউন এ। কি বলেন গ্রাফিক্স ডিজাইন বা অ্যানিমেশন এই দুই ক্ষেত্রেই স্কেচিং এর ভুমিকা অপরিসীম। এখন বাস্তব ক্ষেত্রে এই স্কেচিং কিভাবে করা হয়। অবশ্যই স্কেচিং করতে হবে নিজের হাতে সেটিকে আরও এখন ডিজিটালাইজ করা হয়েছে। যার মানে হল এখন স্কেচ প্যাড এর মাধ্যমে কিছু আঁকলে সেটা সরাসরি আপনি adobe illustrator বা ফটোশপ এ এডিট করতে পারবেন। তবে বেশি ব্যবহার করা adobe illustrator সফটওয়্যারটি।

নিঃসন্দেহে adobe Illustrator  এই কাজে ব্যবহার করা সব চেয়ে বহুল প্রচলিত সফটওয়্যার তবে এর বাইরেও দুই একটা সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। তার মাধ্যমে অন্যতম হল একটি সফটওয়্যার হল

Autodesk Sketchbook Pro

অনেক স্কেচাররা adobe illlustrator এর পাশাপাশি এই সফটওয়্যারটিও ব্যবহার করে থাকেন। পাথ সিলেকশন বা স্কেচিং ক্ষেত্রে অনেকেই এই সফটওয়্যারটিকে অনেক বড় মাপের সফটওয়্যার সাথেও তুলনা করে থাকেন। চলুন দেখি নেই সফটওয়্যারটির কিছু লুক

সফটওয়্যার এ কার্টুন ড্রয়িং

নীচের ছবিতে দেখা যাচ্ছে একজন Autodesk Sketchbook Pro সফটওয়্যার এ স্কেচ আঁকছেন

যাই হোক সফটওয়্যারটির দুইটি ভার্সন আছে। একটা হল Autodesk Sketchbook Pro এবং অপরটি হল Autodesk Sketchbook Pro Enterprise . যাই হোক আজকে Autodesk Sketchbook Pro তাই শেয়ার করছি। ভয় পাবেন না সফটওয়্যারটির সাইজ খুব বেশি না। মাত্র ৪৩ এম্বি।  তাহলে আর দেরি কেন ? ডাউনলোড করে নিন নীচের লিঙ্ক থেকে অসাধারণ এই সফটওয়্যারটি

 Autodesk Sketchbook Pro ডাউনলোড 

আর হ্যাঁ টিউনটির শেষে কিছু বোনাস টিপস, যদি ভালো স্কেচার হতে চান তাহলে যা করবেন

নিজের থেকে প্রচুর প্র্যাকটিস করুন নিয়মিত

ভালো কোন স্কেচার এর সাথে পরিচয় রাখুন এবং সহজে ছবি আকার টেকনিক গুলো আয়ত্ত করুন

চারুকলা বা অন্য কোথাও থেকে চাইলে শর্ট কোর্স করে নিতে পারেন যদি বেসিক ক্লিয়ার হয় তার পড়ে।

সবাই ভালো থাকুন আর হ্যাঁ টিউনটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজটি থেকে

বিদায়।

 

 

 

 

 

 

Level 2

আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo