আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।
ব্যস্ততার কারনে অনেকদিন টেকটিউনসে আসা হয়নি। তারপর ও টেকটিউনস থেকে বিচ্ছিন্ন থাকার কথা কল্পনা ও করতে পারিনা। অনেক অনেক কিছু শিখেছি টেকটিউনস থেকে। তাই নতুন কিছু জানার এবং জানানোর লোভ সংবরন করতে পারি না।
যা হোক, এবার কাজের কথায় আসি। কাজের প্রয়োজনে আমাদেরকে কম্পিউটারে একাধিক Window open করতে হয়। কিন্তু প্রধান সমস্যা হচ্ছে কাঙ্খিত window টি আবার খুঁজতে গেলে টাস্কবারে আবার গুঁতোগুঁতি করা লাগে যা অনেক বিরক্তিকর। তাছাড়া আবার নতুন করে window open করতে গেলে পুনরায় কমান্ড দিতে হয়। কেমন হয় যদি সবগুলো window একত্রে ট্যাব আকারে open করা যায়!!
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এক অসাধারন software এর, যার নাম clover. এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে একসাথে ইন্টারনেট ব্রাউজার এর মত অনেকগুলো ট্যাব খুলতে পারবেন। এর ব্যবহার পদ্ধতি ও খুব সোজা। ইনস্টল করলেই সাথে সাথে কাজ করা শুরু করে। চিত্র-
এছাড়া এর মাধ্যমে ফোল্ডারকে বুকমার্ক করে রাখতে পারবেন। এ জন্য open করা tab এর উপর right click করে option select করতে হবে। নিচের চিত্র দেখলে বুঝতে পারবেন।
বাম দিকের একেবারে কোনায় click করে আপনি এর সেটিংস পরিবর্তন করতে পারেন। চিত্র-
Software টি সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
আশা করি Software টি আপনাদের অনেক কাজে লাগবে। কোন সমস্যা হলে টিউমেন্টে জানাবেন।
আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।।।
আমি মাঈন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে যা সামান্য কিছু জানি তা সবাইকে জানাতে চাই এবং সবার কাছ থেকে আরো অনেক বেশি বেশি শিখতে চাই।।
ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য