অনেকই আছেন যারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন বা আগামীতে করবেন বলে ভাবছেন। তাদের জন্য আজকে নিয়ে এলাম সেরা ৫ টি ফ্রি সফটওয়্যার। যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই নিজের পিসি থেকে ভিডিও টিউটোরিয়াল তৈরি বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন।
নিচে এমন ৫টি ফ্রি সফটওয়্যারের খোঁজ দেয়া হল যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন
স্ক্রিন রেকর্ডের জন্য সেরা একটি টুলস “CamStudio” এটি ব্যবহার করে শুধু স্ক্রিন রেকর্ডই না পারবেন রেকর্ড করা ভিডিও গুলা ইচ্ছা মতো এডিট করতে। আমার কাছে সবথেকে বেশী পছন্দের টুলস এটি। আপনিও ট্রাই করুন ভালো লাগবে।
এটিও পাবেন ঠিক আগের টার রুপে। থাকছে রেকর্ড করা ভিডিও ইচ্ছা মতো এডিট করার সুবিধা। আরও আছে আপনার তৈরি করা ভিডিও সাথে সাথে ইউটিউবে আপলোড করার সুবিধা।
ফ্রিতে যদি নিতে চান তবে “Jing” মোটামুটি অনেক ভালমানের একটি স্ক্রিন রেকর্ডার থাকছে অন্যান্য টুলসের মতো প্রায় সব রকমের সুবিধা।
ফ্রিতে স্ক্রিন রেকর্ড করার অসাধারন একটি অনলাইন টুলস “Screenr” পাবেন ইচ্ছা মতো রেকর্ড করা এবং সেটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সুবিধা।
তবে কিছু সমস্যা বা বাধ্যবাধকতা আছে যেমন, সর্বচ্চ ৫ মিনিট ভিডিও রেকর্ড করতে পারবেন আবার সেটি করতে হলে আপনার পিসিতে অবশ্যই জাভা থাকতে হবে। যেটি জাভা ডাউনলোড করে নিতে হবে।
স্ক্রিন রেকর্ডের জন্য এটি একটি সাধারন টুলস। ফ্রিতে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন তবে সেটি এডিট করতে পারবেন না। আবার আপনার বিল্টইন মাইক্রোফোনও কাজ করবে না। সুধু পাবেন ভিডিও রেকর্ডের সুবিধা।
আশা করছি আপনাদের কাজে লাগবে। আর একটি কথা, এমন না যে আমরা সকল ফ্রি টুলসের খবর জানি, হয়তো এমন কোন টুলস আছে যেগুলোর খবর আপনিও জানেন।
যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই সেটি আমাদের সাথে শেয়ার করবেন, টিউনের টিউমেন্ট বক্সে।
ধন্যবাদ সবাইকে
আমি মোহাম্মদ ফারুক। স্বতাধিকারী, ফারুক কম্পিউটার, কক্সবাজার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম। ডাউনলোড করে রেখেছি। আশা করি পরবর্তীতে কাজে লাগবে। ধন্যবাদ টিউন এর জন্য।
আর, আপনাকে ফেইসবুকে রিকুয়েস্ট পাঠিয়েছি। আশা করি একসেপ্ট হবে। url : http://www.facebook.com/rubel3g