বর্তমান এ ভালো সিনেমা দেখতে অনেকরকম ঝামেলা হয় কেন্তু এখানে ক্লিক করে mybdnews24.com পক্ষ থেকে The Martian 2015 HD দেখুন কোন প্রকার বিরক্তিকর বিজ্ঞাপন ছাড়া।
সিনেমা : মার্স-এর একটি মনুষ্য মিশন-এর সময়, মহাকাশচারী মার্ক watney একটি ভয়ঙ্কর তুফান-এর পরে মৃত অনুমান করা হয় আর তার ক্রু-এর দ্বারা ত্যাগ করা হয় পেছনে। কিন্তু, watney বেঁচে গিয়েছে আর তিনি আটকে পড়লেন আর শত্রুতাপূর্ণ গ্রহ-এর ওপরে একাকী পেয়েছে। একমাত্র অপ্রচুর জিনিসপত্র-এর সাথে, তিনি তার উদ্ভাবনী দক্ষতা, বুদ্ধি আর মনোভাব-এর উপর আঁকা উচিত একটি পথ পৃথিবীতে সিগনাল দিতে টিকে থাকতে আর পেতে যে হচ্ছেন জীবন্ত তিনি। এই মুভিটা যে শুধু ভবিষ্যৎ নিয়ে কথা বলেছে তাই নয়, মঙ্গলে আমাদের অতীত যাত্রাগুলোকেও টান মেরে নিয়ে এসেছে। ট্রেলারে সবাই দেখেছেন যে মার্ক ওয়াটনি পৃথিবীতে নাসার সাথে যোগাযোগ করতে পারে শেষ পর্যন্ত, এবং সেজন্যেই তাকে উদ্ধারের জন্য মিশন পরিকল্পনা করা হয়। কিন্তু সে কিভাবে যোগাযোগ স্থাপন করতে পেরেছিলো, জানেন? তার কমিউনিকেশন টাওয়ার তো ঝড়ে ভেঙ্গে গিয়েছিলো! এটুকু বলার লোভ সামলাতে পারছি না। তার হঠাৎ মনে পড়ে যে, অতীতে (১৯৯৭ সালে) নাসা একটা প্রোব পাঠিয়েছিলো মঙ্গলে; যেটার নাম ছিলো Pathfinder. আর সেটা এখন মঙ্গলের ধূলিবালির নিচে। সে গিয়ে সেটাকে উদ্ধার করে, এবং সেটার যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজের মেসেজ পাঠায় নাসাতে। মুভিতে দেখানো Pathfinder এর রেপ্লিকা বাস্তবের সাথে একদম হুবহু মিল! এই নিয়ে দুটো সিনেমাতে ভিনগ্রহে অভিনেতা Matt Damon কে রেখে আসা হলো ভিন্ন গ্রহে। আরেকটা নিশ্চয়ই দেখা আছে, Interstellar. বেশ মজার ব্যাপার! দুটো সিনেমার মধ্যে তুলনা করতে গেলে বলতে হয়, এটার সায়েন্স আরো কম জটিল, কিন্তু আরো বেশি পাকাপোক্ত, কারণ এটা এমন বিষয় নিয়ে কাজ করেছে যার ব্যাপারে আসলে আমরা অনেক কিছুই জানি।
পরিচালক: Ridley Scott
লেখক: Drew Goddard (screenplay), Andy Weir (book)
আমি ব্লগ হবাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thx