আমাদের প্রত্যকেই কিছু আলাদা পারটিশান রাখতে পছন্দ করি কারন এর ফলে আলাদা আলাদা ভাবে ফাইল রাখতে সুবিধা হয়। তাই অনেক সময় পারটিশান দেবার প্রয়োজন পরে, কিন্ত ডিফল্টভাবে পারটিশান দেয়া যথেষ্ট ঝামেলা পূর্ণ এবং এর ফলে হার্ড ডিস্ক ডাটা লস হয়ে থাকে। আজ আপনাদের নিকট একটি সফটওয়্যার শেয়ার করব জার মাধ্যমে সহজেই পারটিশান তৈরি অথবা রিসাইজ করা যাবে এবং কোন ফাইল ডিলেট করতে হবে না।অসাধারন এই সফটওয়্যারটির ব্যাপারে কিছু বলার আগে নিজেই দেখে আসুন তাদের অফিসিয়াল ওয়েব।
কিছু বৈশিষ্ঠ্য শেয়ার করছি যার কারনে সফটওয়্যারটির রেটিং অন্য সব সফটওয়্যার থেকে উপরে এবং বড় বড় CNET এবং pcworld এর মত সাইট এটা ব্যবহার করার জন্য রিকমেন্ড করে।
মুভ এবং রিসাইজ পারটিশান :
অনেক সময় দেখা যায় এক ড্রাইভ এর জায়গা শেষের দিকে অথচ অন্য ড্রাইভ খালি পরে রয়েছে। এই সমস্যা সমাধান EaseUS এর মাধ্যমে অতি সহজেই করা জায় কোন প্রকার রিবুট করা ছারাই।
FAT থেকে NTFS ড্রাইভ এ পরিবর্তন :
NTFS হচ্ছে সব থেকে আধুনিক FAT সিস্টেম থেকে, অনেক ফিচার NTFS এ রয়েছে যা FAT এ নেই। এই সফট এর মাধ্যমে অতি সহজেই ফাইল পরিবর্তন সম্ভব।
ট্রান্সফারিং হার্ড-ডিস্ক :
সবথেকে চমৎকার যেটা আমার কাছে লেগেছে সেটা হল আপনি ইচ্ছা করলে আপনার উইন্ডোজ ট্রান্সফার করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছারাই। অর্থাৎ আপনি হুভহু সকল ফাইল অন্য হার্ড ডিস্ক এ ট্রান্সফার করছেন তাও উইন্ডোজ দিতে হচ্ছে না।
সুতরাং এই চমৎকার সফটওয়্যার টি ব্যবহার করেই দেখুন তারপর বুঝুন এটি কেমন কাজের। পার্সনাল ব্যবহারের জন্য সফটওয়্যার টি ফ্রি। তাই ডাউনলোড করে সহজেই হয়ে যান পারটিশান এর গুরু। ডাউনলোড
আমি tamim ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফুল ভার্সন নাকি crack