ডাউনলোড করে নিন Zoner Photo Studio 18 Pro portable 62MB [DDL-UC] আর হয়ে যান ইমেজ এডিটিং এ ওস্তাদ !!
আজকে আবার একটি টিউন করতে বসলাম।আজকে আবার একটি প্রয়োজনীয় ইমেজ এডিটিং সফটওয়্যার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যার নাম হল Zoner Photo Studio। আজকে নিয়ে এসেছি লেটেস্ট ভারসান Zoner Photo Studio 18 Pro portable (এটি সাইজে মাত্র ৬২ এমবি) তাই সহজেই ডাউনলোড করতে পারবেন। আর যেহেতু এটি প্রোটেবল ভারসান তাই নেই কোন ইন্সটলেশানের ঝামেলা,শুধু ডাউনলোড করুন আর ফুল ভারসান ব্যবহার করুন। যা আপনি আপনার Windows পিসিতে ব্যবহার করতে পারবেন।
Zoner Photo Studio 18 Pro সম্পর্কে কিছু জানা যাকঃ- Zoner Photo Studioহল একটি অসাধারণ ইমেজ এডিটিং টুল অনেক টেক গিক একে প্রায় ফটোশপের বিকল্প বলে মনে করেন। এর পেছনে কারন আছে,এটি ইমেজ এডিটিংকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।আপনার ডিজিটাল ক্যামেরা থেকে সরা সরি ফটো আপনার পিসিতে ইম্পোরট করে সেগুলি এডিট করতে পারবেন,আর তাছাড়া ইমেজকে পারফেক্ট করার জন্য আছে কয়েক ডজন টুলস। আর এটি এর সহজ অনব্দ্য মেনু আর টুলসের জন্য হয়েছে খুব ব্যবহার বান্ধব।আর এটিকে এমন ভাবে ডেভলপাররা প্রস্তুত করেছেন যাতে এটি নভিশ ইউজার থেকে এক্সপার্ট ইউজাররাও ব্যবহার করতে পারে। আমার টেকি ফ্রেন্ডসরা এর সম্পর্কে সবই জানতে পারবেন এটি ব্যবহার করলেই।তাই আর আজকে কোন কথা নয় ডাইরেক্ট চলে যাই ডাউনলোডের দিকে।
Zoner Photo Studio 18 Pro portable:ডাউনলোড করুন
টিউনটি প্রথম প্রকাশিত এই ব্লগে তাই এই টিউনটির ক্রেডিট সম্পূর্ণ ভাবে এই ব্লগের অথর ' ব্রেভ হার্ট ' এর। আমি শুধু মাত্র এখানে বাংলায় উপস্থাপন করলাম।
আজ এই পর্যন্ত আগামী টিউনে আবার দেখা হবে।অসুবিধা হলে বলবেন সাহায্যের জন্য আমি প্রস্তুত।
ভাল লাগলে লাইক ও শেয়ার করুন।আর একটা কথা টিউমেন্ট করে ফিডব্যাক দিন!!! টিউমেন্ট করলে টিউনার আরো নতুন টিউন করার উৎসাহ পায়।কপি পেস্ট টিউন থেকে বিরত থাকুন,যা জানেন নিজে লিখুন।
আমি স্করপিয়ন কিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।