কম্পিউটার ব্যবহার করি না এমন মানুষ খুব কম পাওয়া যাবে।। আর যারা ব্যবহার করি তাদের সবারই কম্পিউটার চালু রেখে ঘুমিয়ে যাওয়ার মত বিরক্তকর অবস্থার সম্মুখীন হতে হয়েছে।। আমার নিজের এমন অনেক হয়েছে :D। আবার অনেকের কিছু ডাউনলোড করা লাগে কিন্তু অত সময় জেগে থাকা কষ্ট হয়ে যায় তখন দেখা যায় ডাউনলোড চালু করে রেখেই ঘুমাতে হয় :(আর ততক্ষনে মাশাআল্লাহ বিদ্যুৎ বিলের পাহাড় হতেই থাকে :p তবে আজ আমি যেই সফট আপনাদের সাথে শেয়ার করবো তা দিয়ে আপনারা নিজের মনের মত সময় ঠিক করে দিয়ে নিশ্চিন্ত ভাবে ঘুমাতে পারবেন।। মাত্র ৮১৩ কেবি সাইজের একটি সফট কিন্তু অনেক কাজের 😉 আর ব্যবহার এর পদ্ধতি বলার কিছু নাই কারন আপনি যদি কম্পিউটার সম্পর্কে সামান্য ধারনাও রাখেন তাহলে এটাও ব্যবহার করতে পারবেন :p সফট == এখান থেকে == ডাউনলোড করে নিন আর বিদ্যুৎ বিল যা বেশি আসতো তার থেকে ১০% আমাকে বিকাশ করা শুরু করেন 😀
মানুষ হিসেবে স্বাভাবিক ভাবেই কিছু ভুল হবে।। আশা করি ভুল গুলোকে ক্ষমা করবেন আর ভুল গুলো দেখিয়ে দিয়ে পরবর্তীর জন্য সাহায্য করবেন।। আর হ্যাঁ এখানে সরাসরি লিঙ্ক না দিয়ে আমার সাইটের টিউন লিঙ্ক দিলাম। তাই আগেই দুঃখ প্রকাশ করলাম। আসলে এটা করার কারন হচ্ছে আমার নতুন সাইট এর ভিজিটর বাড়ানো আর একটু পরিচিত করার চেষ্টা। আমার সাইটের টিউন লিঙ্কে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেয়া আছে। আর হ্যাঁ আপনারাও চাইলে আমার সাইটে সাইন আপ করে নিজেদের জানা বিভিন্ন বিষয়ে লিখতে পারেন চাইলে। আপনাদের সাহায্য কাম্য ধন্যবাদ।
(বিঃদ্রঃ -- এটা দিয়ে বন্ধ করা + রিস্টার্ট করা -- সবই করতে পারবেন :))
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
best soft tnx………………………………………………………………………………………………….