এখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সবচাইতে দ্রুত গতি ও সহজে ummy video downloader দিয়ে

This post is removed

টিউনের প্রথমেই দোয়া করি যেন সবার উপর পরম করুনাময় ও অসীম দয়ালু সৃষ্টিকর্তার সুদৃষ্টি থাকে।

অনেক দিন পর লিখতে বসলাম। একসময় খুব লিখতাম, আসলে কিছু মানুষের আক্রমণাত্মক ও বাজে টিউমেন্ট এর কারনে মনে কষ্ট নিয়ে লিখা বন্ধ করে দিয়েছিলাম। তবে না লিখলেও আমি সবসময়ই টেকটিউনের নিয়মিত পাঠক। সেই সুবাদেই দেখলাম যে এখনো অনেকেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা নিয়ে ঝামেলায় ভুগেন। অনেকেই এমন কোনও সফট খুজেন যা দিয়ে খুব সহজেই যাতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। আমি নিজেই এমন একটা সফট ব্যবহার করি অনেকদিন যাবত। তাই আপনাদের কষ্ট দেখে আর থাকতে পারলাম না। নিজের কষ্ট ভুলে লিখতে বসেই গেলাম।

আমি আপনাদের যে সফট আজকে দিবো তার নাম Ummy Video Downloader. আমার দেখা সবচেয়ে শক্তিশালী সফট এটা। নিচে ৩ টা ছবিতে দেখানো হল কিভাবে এটা ব্যবহার করে ভিডিও ডাউনলোড করবেন।

১- ইউটিউব থেকে ভিডিও লিঙ্ক কপি করবেন।

২- কপি করে সফট চালু করলেই হবে। সফট নিজে থেকেই আপনার কপি করা লিঙ্ক চালু করে ডাউনলোড এর অপশন করে দিবে। এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে এই সফট আপনাকে আপনার ভিডিও এর সম্ভাব্য সকল কোয়ালিটি সাজেস্ট করবে। এমনকি আপনি চাইলে ভিডিও ফাইল অডিও করেও ডাউনলোড করতে পারবেন।

৩- এরপর শুধু সফট এর সেটিং থেকে আউটপুট ডেস্টিনেশন ঠিক করে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলেই হবে।

   এই সফট এর আরও একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ইউটিউব থেকেই শুধু ভিডিও নামাতে সক্ষম। আর অভাবনীয় গতিতে নামাতে সক্ষম। ভাবছেন হয়তো অভাবনীয় কেন বললাম ? এটা ব্যবহার করে আমার নামানো একটা ফাইলের গতির স্ক্রিনশট দিলাম দেখে নেন :D। ছবিটা একটু ছোট তাই কষ্ট করে খেয়াল করেন যে প্রতি সেকেন্ডে কতো গতিতে ডাউনলোড হচ্ছে ;)। এটা দিয়ে চাইলে একসাথে অনেক গুলো ফাইল ডাউনলোড দিয়ে রাখতে পারবেন। যদিও ডাউনলোড একটার পর একটা হবে নিজে নিজেই।

ফাইলটি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

আজ আর না। সবাইকে অনেক বিরক্ত করলাম। ভুল কিছু হলে সুন্দর ভাবে বলবেন আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ সাথে থাকার জন্য। কারো কোনও প্রশ্ন থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন।

Level 0

আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Pc naki mobile soft eta?