প্রিয় টেকটিউনস পাঠক ও লেখক।
আসসালামু ওয়ালাইকুম। আমরা বিভিন্ন ধরনের কাজে নিজেদেরকে involve রেখেছি, কেউ ফ্রিলান্সিং আবার কেউ পেশাদারি চাকরি বাকরি। আমরা মাঝে মধ্যে ভুলেই যাই যে, কর্মের বাইরেও আমাদের একটা জীবন আছে, যেটার গুরুত্ব আরও বেশি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জীবনের আনন্দ ও বিনোদন একরকম নেই বললেই চলে।আমরা অনেকেই আছি Fun Clip এর পাগল!!! যদি ভাল Fun Clip কোন কম্পিউটারে পাই তাহলে সে কম্পিউটারে ভাইরাস থাকলেও পেনড্রাইভটি ঠিকই ঢুকিয়ে দেই ঐ Clip টি সংগ্রহ করার জন্য (যদি ভুল বলে না থাকি)।
এসইও নিয়ে আমার পর্বভিত্তিক টিউনগুলো দেখতে পারেন
SEO জিরো টু হিরো – ওয়েব ২.০ (পর্ব – ১)
SEO জিরো টু হিরো – SEO Directory Submission (পর্ব – ২)
SEO জিরো টু হিরো – ভিডিও টিউনিং(পর্ব – ৩)
SEO জিরো টু হিরো – সোস্যাল বুকমার্কিং (পর্ব – ৪)
SEO জিরো টু হিরো – অফ পেজ ফাইনাল পর্ব + মাইক্রোওয়ার্কার্স টিউটরিয়াল
আজ থেকে আমি আপনাদের এই পাগলামি দুর করে দিবো। নতুন আর মজার Fun ভিডিও নিয়ে আমার টিউন চলবে। আজ আপনাদের মাঝে শেয়ার করব এমন তিনটি Fun ভিডিও যেগুলো দেখে আপনি না হেসে পারবেন না ১০০% গ্যারান্টি।
আর সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনি এতো পরিশ্রম আর এতো সাফল্য কার জন্য কাদের জন্য। যাদের জন্য এতো প্ররিশ্রম করছেন তাদেঁর অবশ্যই একটুখানি সময় দেওয়ার চেষ্টা করবেন। এতে আর যাই হোক আপনি যে একজন মায়ের আদর্শবান ও দায়িত্বশীল সন্তান, সন্তানের আদর্শবান বাবা, আর স্ত্রীর সবচেয়ে প্রিয় ব্যক্তি তা আর বলার অপেক্ষা রাখে না।
সবাই ভালো থাকবেন, আর সবসময় হাসিখুশি থাকবেন আর সবাইকে হাসিখুশি রাখার চেষ্টা করবেন।
আমি শাকিল আহমেদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ফান ভিডিওগুলো কি বাংলায়?
গুগুলে গিয়ে fun video download বলে সার্চ করলে যত খুশি ডাউনলোড করা যায়।
আপনি বরং SEO ধারাবাহিকটা চালিয়ে যেতে পারতেন।