মাত্র এক ক্লিকে আপনার পিসিতে WiFi HotSpot তৈরি করুন (বেস্ট সফ্টওয়ার)

best wifi hotspot software

ডিভাইস থেকে ডিভাইসে ইন্টার্নেট শেয়ার করার ক্ষেত্রে WiFi একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম৷ এক্ষেত্রে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইসে WiFi HotSpot তৈরী অন্য় ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যায়৷ আর পিসিতে WiFi HotSpot তৈরী করার সহজ উপায় হলো:

  • এক্সর্টানাল WiFi রাউটার ব্য়বহার করে
  • WiFi HotSpot Creator সফটওয়্যার ব্য়বহার করে

আর আজকের টিউনে আমি এমন একটি WiFi HotSpot Creator সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি যা দিয়ে মাত্র এক ক্লিকে আপনার পিসিতে  WiFi HotSpot তৈরী করতে পারবেন৷

পিসিতে wifi hotspot ক্রিয়েট করার জন্য অনলাইনে অনেক সফটওয়্যার পাওয়া যায়। কিন্তু প্রত্যেক সফ্টওয়ারে কোনো না কোনো সমস্যায় পড়তে হয়৷ এগুলোর মধ্যে Connectify সবচেয়ে ভালো। কিন্তু প্রবলেম হলো ঐটা প্রিমিয়াম সফটওয়্যার, তাই এটি কেবল কিছুদিনের জন্য় ফ্রী ট্রায়াল ব্যবহার করা যায়, এরপর আপনাকে এটি কিনে ব্য়বহার করতে হবে  :(। কয়েক দিন পর আর পুরাতন ভার্সন ঠিক মত কাজ করে না৷ এক্ষেত্রে mHotSpot সফ্টওয়ারটি সবচেয়ে কার্যকরী সমাধান৷

অতি সম্প্রতি আমি mHotSpot ব্য়বহার করা শুরু করেছি, এবং এর আগে কিছুদিন আমি Connectify ব্য়বহার করেছিলাম৷ এই কিছুদিনে আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে৷ আমার দৃষ্টিতে mHotSpot, Connectify এর বেস্ট অল্টারনেটিভ, যা কিনা সম্পূর্ন ফ্রী৷

mHotSpot এর ফিচার সমুহ:

  • মাত্র এক ক্লিকেই WiFi HotSpot On/Offকরা যায়
  • দশটি ডিভাইস একসথে কানেক্ট করা যায়
  • নিজের পছন্দ মতো HotSpot Name এবং Password ব্যবহার করা যায়
  • যেকোন ধরনের ইন্টারনেট কানেকশান শেয়ার করা যায় (LAN, Ethernet,3G/4G,Wifi etc)
  • যেকোন ধরনের ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়
  • সংযুক্ত ডিভাইসের বিস্তারিত তথ্য জানা যায়

Download Now

mHotSpot Creator (১ এমবি)

mHotSpot দিয়ে চালু করার পদ্ধতি:

  • প্রথমে উপরের লিংক থেকে সফ্টওয়ার এর ফাইলটি ডাউনলোড করে নিন
  • এরপর ফোল্ডারটি Extract করে mHotspot_setup ফাইলটিতে ডাবল ক্লিক করে সফ্টওয়ারটি ইনস্টল করে নিন
  • ইনস্টল শেষে সফ্টওয়ারটিতে আপনার পছন্দ মতো HotSpot Name এবং Password দিন
  • এরপর ড্রপ ডাউন লিস্ট থেকে Internet Source সিলেক্ট করুন
  • এরপর আপনি কতোগুলো আপনি কতো ডিভাইস কানেক্ট করতে চান তা নির্বাচন করুন
  • এখন Start Hotspot বাটনে ক্লিক করুন

wifi hotspot for pc

সবকিছু ঠিক থাকলে আপনার পিসিতে WiFi HotSpot হয়ে যাবে৷ এখন যে ডিভাইসটি কানেক্ট করতে চান, সেটিতে WiFi ON করে HotSpot Search করে Password দিয়ে ডিভাইসটি কানেক্ট করে নিন৷ এখন থেকে প্রতিবার মাত্র এক ক্লিকেই আপনা পিসিকে WiFi HotSpot বানাতে পারবেন 🙂

সৌজন্যে:  iTTimesbd.com

Level 0

আমি আসিফ রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সিটিসেল এর নেট কি শেয়ার করা যাবে?

My Wifi Router – Best free software এটা দিয়ে খুব সহজে কাজ করা যায়।

    My Wifi Router ও ভালো সফ্টোয়ার, কিন্তু এটি সব পিসিতে কাজ নাও করতে পরে৷ যেমন আমার Windows 10 পিসিতে করে নি 🙁 ৷ কিন্তু mHotspot যেকোনো পিসিতে কাজ করে 🙂 ৷

Level 0

My Wifi Router is the Best free software.i use long tine without any problame.

Level 0

My Wifi Router – Best free software

Brother….ei ta kebolmatro jader motherboard e build wifi ase tader jonno

Level 0

আমার ল্যাপটপ পিসিতে এইটা কাজ করছে না। যখন স্টার্ট এ ক্লিক দিচ্ছি তখন এই মেসেজ দিচ্ছে। ” Hotspot could not be started becauseThe wireless local area network interface is powered down and does not support the requested operation:” এর কি কোন সমাধান আছে ? প্লিজ হেল্প মি।

আসিফ রাব্বী ভাই আপনার সাথে এ বিষয়ে কিছু কথা আছে। 01949-105600