ডিভাইস থেকে ডিভাইসে ইন্টার্নেট শেয়ার করার ক্ষেত্রে WiFi একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম৷ এক্ষেত্রে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইসে WiFi HotSpot তৈরী অন্য় ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যায়৷ আর পিসিতে WiFi HotSpot তৈরী করার সহজ উপায় হলো:
আর আজকের টিউনে আমি এমন একটি WiFi HotSpot Creator সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি যা দিয়ে মাত্র এক ক্লিকে আপনার পিসিতে WiFi HotSpot তৈরী করতে পারবেন৷
পিসিতে wifi hotspot ক্রিয়েট করার জন্য অনলাইনে অনেক সফটওয়্যার পাওয়া যায়। কিন্তু প্রত্যেক সফ্টওয়ারে কোনো না কোনো সমস্যায় পড়তে হয়৷ এগুলোর মধ্যে Connectify সবচেয়ে ভালো। কিন্তু প্রবলেম হলো ঐটা প্রিমিয়াম সফটওয়্যার, তাই এটি কেবল কিছুদিনের জন্য় ফ্রী ট্রায়াল ব্যবহার করা যায়, এরপর আপনাকে এটি কিনে ব্য়বহার করতে হবে :(। কয়েক দিন পর আর পুরাতন ভার্সন ঠিক মত কাজ করে না৷ এক্ষেত্রে mHotSpot সফ্টওয়ারটি সবচেয়ে কার্যকরী সমাধান৷
অতি সম্প্রতি আমি mHotSpot ব্য়বহার করা শুরু করেছি, এবং এর আগে কিছুদিন আমি Connectify ব্য়বহার করেছিলাম৷ এই কিছুদিনে আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে৷ আমার দৃষ্টিতে mHotSpot, Connectify এর বেস্ট অল্টারনেটিভ, যা কিনা সম্পূর্ন ফ্রী৷
mHotSpot এর ফিচার সমুহ:
mHotSpot দিয়ে চালু করার পদ্ধতি:
সবকিছু ঠিক থাকলে আপনার পিসিতে WiFi HotSpot হয়ে যাবে৷ এখন যে ডিভাইসটি কানেক্ট করতে চান, সেটিতে WiFi ON করে HotSpot Search করে Password দিয়ে ডিভাইসটি কানেক্ট করে নিন৷ এখন থেকে প্রতিবার মাত্র এক ক্লিকেই আপনা পিসিকে WiFi HotSpot বানাতে পারবেন 🙂
সৌজন্যে: iTTimesbd.com
আমি আসিফ রাব্বী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিটিসেল এর নেট কি শেয়ার করা যাবে?