iCare Data Recovery! এবার আপনার কম্পিউটার হতে এ যাবত যত ফাইল মুছে গেছে তার সব উ্দ্ধার হবেই হবে!!

আমার  এর পক্ষ থেকে পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদ-উল আযহার অগ্রীম শুভেচ্ছা। আশাকরি ভাল আছেন। আমাদের চারপাশ টা যেন কেমন হয়ে যাচ্ছে। কালের গর্ভে আমরা আর আমাদের স্মৃতিও যেন হারিয়ে যাচ্ছে। আজ যে মানুষটা আমার চেনা, কাল সে অতি কাছের মানুষটা বড় অচেনা। চেনা অচেনার আবর্তে আমরা সবাই যেন ঘুরপাক খাচ্ছি। কখনো আমরা মানুষ, প্রয়োজনে অচেনা মানুষটির স্মৃতি মন্থন করে বের করি আনি। হাজির করি আমাদের মনের দ্বার গোড়ায়। কিন্তু কম্পিউটার! সে তো আর মানুষ নয়, সে কি করে তার হারানো মুছে যাওয়া স্মৃতি ফিরে পেতে পারে? কি ভাবছেন মশাই? আরে এখানেই মানুষ থেকে কম্পিউটারের তফাৎ। তা না হলে তো মহান আল্লাহ তা-আলা বলেই দিতেন একদা মানুষের তৈরী কম্পিউটার সারা পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রন করবে। হ্যাঁ পাঠকগন, কম্পিউটার সারা পৃথিবীর সমস্ত কাজ কর্ম নিয়ন্ত্রন করলেও এর চালক কিন্তু  আশরাফূল মাখলুকাত এই মানুষ। আমরা যে  আদেশ টুকু এর ভেতর দিয়ে দিই তার বাইরে যাওয়ার ক্ষমতা এর নেই। এখানেই লুকিয়ে রয়েছে এই আল্লা্হর ‍সৃষ্টি মানুষের মাহত্ব। হ্যা আমরা কম্পিউটার চালাতে গিয়ে জেনে হউক আর না জেনে হউক, বুঝে হউক আর না বুঝে হউক  অনেক সময় অনেক কিছু মুছে ফেলি বা ডিলিট হয়ে যায়। কিন্তু পরক্ষণে আবার যখন সেটি দরকার হয় তথন হাজারো রকম প্রচেষ্টা চালাই সেটিকে উদ্ধার করার জন্য। সে টি যদি রিসাইকেল বিন হতে মুছা হয়ে যায় তাহলে তো আর কথায় নেই। চলে গেছে খরচের খাতায়! তখন কি করবেন? দেওয়ালে মাথা কুটা ছাড়া আর বোধয় কোন উপায় নেই।  কে বলেছে উপায় নেই! এখানেই মানুষেরে শ্রেষ্ঠত্ব। মানুষ যদি তার নিজের স্মৃতি মন্থন করে তা আবার পুনরদ্ধার করতে পারে, তার সৃষ্টি কম্পিউটার হতে হারিয়ে যাওয়া স্মৃতি উদ্ধার করতে পারবে না! অবশ্যই পারবে। কিভাবে? আসুন আজ আমরা সেই কৌশল নিয়ে কথা বলব। এই হারানো স্মৃতি ফেরানোর কাজটা করতে পারে একটি ছোট্ট সফটওয়ার যার নাম  iCare Data Recovery। এটি একটি অত্যন্ত কাজের সফট্ যারা এই টুলস টি ব্যবহার করেছেন তারা শুনা মাত্রই স্বীকার করে নেবেন।   এই সফটি কত কাজের! আসুন তাহলে জানি এই ডাটা রিকভারি সফট সম্পর্কে।
এদিয়ে আপনি-
  • অধিকাংশ স্টোরেজ ডিভাইস হতে মুছে ফেলা ফাইল উদ্ধার করতে পারবেন।
  • রিসাইকেল বিন হতে মুছে ফেলা কোন ফাইলও পুনরউদ্ধার করতে পারবেন।
  • ক্ষতিগ্রস্ত পার্টিশন এবং ভাইরাস আক্রান্ত ফাইলও এর মাধ্যমে উদ্ধার করতে পারবেন।
  • কোন ফাইল না বলে আপনার কম্পিউটার হতে উধাও! সেটা্ও এই সফটওয়ার এর মাধ্যমে উদ্ধার করতে পারবেন।
সফটওয়ারটি ইন্সটল করে রান করলে আপনি নিচের মত একটি ইন্টারফেস দেথতে পাবেন। কী এর ইন্টারফেসটা দেখতে সুন্দর না? তার থেকেও সুন্দর এর কাজ।

এখন ক্লিক করুন Advanced Files Recovery অপশনে। আর একটু খানি অপেক্ষা করুন আপনার সামনে নিচের উইন্ডোটি হাজির হওয়া পর্যন্ত।

এখন যে ডাইভের ফাইল রিকোভার বা রিস্টোর করতে চান সেটি সিলেক্ট করে Recover বাটনে ক্লিক করুন।
 দেখুন আপনার রিস্টোর বা রিকোভার প্রসেস আরম্ভ হয়ে গেছে। এখন আপনার ড্রাইভের আকার অনুযায়ী আনুপাতিক  সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ হলে নীচের মত উইন্ডো দেখতে পাবেন্।
 এই বার আর কোন ভুল নয়, নয় কোন মুছে ফেলা বা ডিলিট করা।  এখন থেকে আাবার কোন ফাইল মুছে ফেলার আগে অন্তত দু’বার ভাববেন। উপরের চিত্রের মত করে আপনার যে ফাইল বা ফাইলসমুহ উদ্ধার করতে চান তা সিলেক্ট করুন আর আপনার পছন্দ অনুযায়ী লোকেশনে সেইভ করুন।  তো মশাই অনেক বক্ বক করলাম। আপনারা বুঝলেই আমার স্বার্থকতা। নামিয়ে নিন নিচের ডাউনলোড বাটন হতে আপনার সাধের সফটওয়ারটি।
ডাউনলোড শেষ হলে। জিপ বা রার্ ফাইলটি খুলন এর মধ্যে iCaredr.exe নামে একটি সফট্ওয়ার দেখতে পাবেন। সেটি সাধারন সফটওয়ারের মত ইনস্টল করে ফেলুন। আপনার ‍ই্ন্টারনেট কানেকশন অফ করে নিন। এবার সফটটি রানিং অবস্থায় থাকলে তা  ক্লোজ করে নিন। আশা কিভাবে করবেন সেটি আর বলে দিতে হবে না। আর সেই জিপ বা রার্ ফাইলটিতে আরও দুটি ফাইল আছে। তার মধ্যে READ ME.txt নামে একটি নোট প্যাড ফাইল ও  REG KEY নামে একটি ফোল্ডার আছে। প্রথমে READ ME.txt টি ভালভাবে পড়ে কিভাবে এই সফটি ফুল ভারসন করতে হবে তা জেনে নিন। তার পর REG KEY নামক ফোল্ডারটি খুলুন এর মধ্যে থাকা iCare-MESMERiZE.reg রেজিস্ট্রি ফাইলটি সিলেক্ট করুন এবং আপনা কি বোর্ড হতে Ctrl+C একসাতে চাপুন।  সফটি ইনস্টল করার পর এর একটি শর্টকাট আপনার কিম্পিউটারের ডেস্কটপে দেখতে পাবেন। এখান হতে নীচের চিত্রের মত করে।
মাউসের ডান বাটনে ক্লিক করে Open file location সিলেক্ট করুন। সাথে সাথে আপনি সি-ড্রাইভে অর্থাৎ যেখানে আপনার সফটওয়ারটি ইন্সটল করেছেন সেই লোকেশনটি দেখতে পাবেন। এখন এইখানে Cttrl+V চেপে আপনার পুর্বে কপি করা iCare-MESMERiZE.reg  ফাইলটি এখানে পেস্ট করুন। দেখতে পাবেন আপনার ফাইলটি এখানে পেস্ট হয়েছে। এখন এই ফাইলটিতে ডাবল ক্লিক করে প্রথমে Yes এবং সবশেষে Ok বাটনে ক্লিক করুন। আপনার কম্পিউটারটি রিস্টার্ট প্রসেস চালু করুন। অভিনন্দন আপনি সুন্দর ভাবে আপনার সফটওয়ারটিকে ফূলভারসন করতে পেরেছেন। এর পরে ও কোন সমস্যা হলে আমি অধম আছি না! নীচে টিউমেন্ট করুন আর সহায়তা নিন। সময় পেলে আমার ওয়েবসাইট হতে একবার ঘরে আসুন

Level 0

আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai onk purana version.new version link

amio atai bebohar kori.ar akta poramorsho software er official site diben sobsomoy.

ধন্যবাদ। তবে ফাইল রিকুভাটাও অনেক ভাল

ভাই,আমি হার্ড ডিস্ক পুরা ফরম্যাট দিয়ে windows setup দিছি।আমি কি আমার হারানো file পেতে পারি?

Level 0

ফাইল ধরে recover না করে Folder ধরে recover করতে পারে এরকম ‍software দরকার।

use recuva.completely free.
link:www.piriform.com

প্রতিদিন আয় করুন ৪২$ । মাত্র ৩ টা Survey কমপ্লেট করে নিয়ে নিন ৪২$।
জয়েন বোনাস পাবেন ৩০$ আর প্রতিদিনের আয় ৪২$ টোটাল ৭২$ প্রথম দিনে।
এখন আসি কিভাবে প্রতিদিন আপনি ৪২$ আয় করবেন।
ধাপ ১- প্রথমে নিচের লিংকে ক্লিক করে সাইন আপ করে ইমেইল কনফার্মেশন করুন সাইন আপ আর সময় আপনার paypal বা payza ইমেইল দিবেন। যেটার মাধ্যমে টাকা উত্তোলন করবেন।
http://trastsurvey.com/?ref=1165761
ধাপ ২- সাইন আপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট এ ৩০$ জমা হবে সাইন আপ বোনাস হিসেবে। এবার survey তে ক্লিক করুন একটা ভিডিও আসবে সেটা দেখুন। এবার নিচে ভিডিও এর নিচে স্টার্ট ক্লিক করুন। ৭-৮ টা প্রশ্ন পাবেন ভিডিও সম্পর্কে। আপনি সেগুলো ধারাবাহিক ভাবে ক্লিক করে আপনার মতামত দিবেন। এতে ১৪$ আপনার অ্যাকাউন্ট এ জমা হবে। এভাবে পর পর ৩ টা survey Complete করুন । আপনার অ্যাকাউন্ট এ ৪২$ জমা হবে। এভাবে প্রতিদিন ৩ টা কাজ করুন
পেমেন্ট- পেমেন্ট এর জন্য আপনার ৭০০$ ও কমপক্ষে ৫ জন রেফারেল লাগবে। রেফারেল পাবেন কথায়????? আপনার অ্যাকাউন্ট এ affilate লিঙ্ক পাবেন সেটা দিয়ে বন্ধুদের সাইন আপ করাবেন । তারা আপনার লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করলেই আপনার রেফারেল হয়ে যাবে।
রেফারেল আয়- প্রতি রেফারেলে ১৫$ বোনাস পাবেন এবং তাদের আয় এর ২০% পাবেন।
-ধন্যবাদ