আশা করি সবাই ভাল আছেন। আমি আবার ফিরে এলাম ব্যতিক্রমধর্মী কিছু সফটওয়্যার নিয়ে। প্রথমেই মুল সফটওয়্যার টির কথায় আসি।
## Snagit 10::
কি এই Snagit??
Snagit সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এটি ২০১১ এর screen capturing soft এর মধ্যে হাইয়েস্ট রেটিং পাউয়া। যদি কেউ চান অনেক অনেক screenshot কম ঝামেলায় তাদের জন্য এটি একটি আদর্শ সফট। এটায় ইমেজ এডিট থেকে শুরু করে বিভিন্ন স্ক্রীন ক্যাপচার সব ই করা যায়। এটার কার্যখেত্রের কথা বলে শেষ করা যাবে না। নিচে মূল বৈচিত্রময় কাজ গুলো তুলে ধরলাম-
=> Snagit দিয়ে আপনি যেকোন ডকুমেন্ট বা ওয়েব পেজ থেকে যেকোন আকার আক্রিতির অংশ কেটে নিতে পারবেন। এর কাস্টমাইজিং টুল টি এতটাই কার্যকর যে আপনি যে কোন ছবি খুব সহজে আপনার মনের মত করে এডিট ও যে কোন কিছু যোগ করতে পারবেন ছবিটাকে আর সুন্দর ও আপনার মনের মত করে তুলতে। একটা ইমেজ এ চাইলে আপনি বিভিন্য মার্কিং,কমেন্ট যোগ করা,কোন শব্দ ঝাপ্সা করে দেউয়ার মত কাজগুল এর সাহাজ্যে আপনি করতে পারবেন।
=> নিচের ছবিটির মত করে arrow,comment যোগ এবং এক্টা ছবির উপর আরেক্টা এভাবে পেস্ট করতে পারবেন।
=> আপনি চাইলে যেকোন ওয়েব সাইট থেকে পেজ আপনার পছন্দমত উপায়ে বিভিন্ন স্টাইল এ ক্য্যপচার করতে পারবেন।
=> ফটো এডিটিং এবং স্ক্রিন ক্যাপচারিং একই সাথে করার সুবিধা
=> Snagit দিয়ে আপনি একটি ছবির ইনভার্টিং কালার থেকে শুরু করে প্রায় সবকিছুই পাল্টে দিতে পারবেন ইচ্ছা মত
=> আপনি এটা দিয়ে চাইলে যে কোন গেম এর HQ screenshot নিতে পারবেন।
=> একটা ছবিকে ঝাপসা করে দিয়ে তার উপর ছবিটা সম্পর্কে কিছু লিখতে চাইলে তা করতে পারবেন এই সফট এর সাহাজ্যে।
=> ডেস্কটপ ইমেজ ক্যাপচার এর জন্যে এটিতে বিভিন্য tactics যোগ করা হয়েছে। যেমনঃ scrolling window capture tactics টি ওয়েব পেজ বা লং ডকুমেন্ট ক্যাপচার করতে কাজে লাগে। ফ্রী ফ্যান্ড tactics এর সাহায্যে আপনি যেমন চান ঠিক সেভাবে ছবিটি কেটে নিতে পারবেন...আরও আছে full screen tactics সহ আরও অনেক কিছু করার সুবিধা।
=> কখনো যদি কোন ছবির মাঝখানের কোন অংশ আপনার না লাগে তবে তা কেটে বাদ দিয়ে বাকিটুকু পূর্বের ন্যায় জোড়া দিয়ে দিতে পারবেন।
=> এর আরোও একটি দারুন সুবিধা হচ্ছে এর সাহাজ্যে Adobe flash file আপনি microsoft power point slide এ সহজেই যোগ করতে পারবেন। word,excel এর কাজগুলোউ এটা অনেক সহজ করে দেয়।
=> এর সাহাজ্যে শুধু যে screenshot ই নিতে পারবেন তা না এতে video capture করার সুবিধা ও আছে। স্ক্রিন এ চলমান যে কোন ভিডিও এর যে কোন অংশ এর সাহাজ্যে আপনি ক্যাপচার করে পরে এডিট করে নিতে পারবেন। demonstrative video তৈরির কাজে এর জুড়ি নেই।
এটির আরোও কিছু ফিচার সংখেপে দিলামঃ
=> আকৃতিঃ circle,rectangle,ellipse,polygon,ফ্রী হ্যান্ড
=> এডিটিং: resize,inserTing text comments,annotation adding,virtual marker,special effect,watermark,digital editing tools,multiple formats,batch conversion
বুঝতেই পারছেন এটার কার্যখেত্রের কোন শেষ নাই। বলেউ শেষ করা সম্ভব না। এটার help>>tip of the day তে গেলে এটির যাবতিয় আরও সব কাজ সম্পর্কে জান্তে পারবেন।
এটির portable এবং setup দুটোই দিয়ে দিলাম। যার যেটা সুবিধা হয় ব্যবহার করবেন।
ডাউনলোড করুন এখান থেকে।
শুধু portable টা ডাউনলোড করুন এখান থেকে।
## Nero Burning ROM 10:
CD Burning Software - এর মধ্যে বর্তমানে Highest rating পেয়ে ১ নম্বর এ যেই সফটওয়্যার টি আছে সেটি হচ্ছে Nero Burning ROM 10। এটি সম্পর্কে বেসি কিছুই বলার নেই। কারন এটার মুল যে কাজ burning এটা এই সফট টি ভালই বোঝে...এবং করেউ অন্ন যে কোন সফটওয়্যার থেকে অনেক বেসি দক্ষতার সাথে। এটা ব্যবহার করাউ অত্যন্ত সহজ। এটি সম্পর্কে বিস্তারিত আর কিছু বল্লাম না।
Nero Burning ROM 10[portable] ডাউনলোড করুন এখান থেকে।
## MediaMonkey:
আমরা যারা সারাদিন ই গান শুনি এবং computer এ windows 7 setup দেউয়া আছে তাদের কাছে windows media player 12 এর কোন বিকল্প থাকার কথা না। কিন্তু অনেকেই আছেন যারা অন্য সফট ব্যবহার করতে চান কিছুটা বৈচিত্র আনার জন্যে। যারা winamp বা jetaudio ব্যবহার করেন তাদের বলছি চাইলে mediamonkey ব্যবহার করে দেখতে পারেন। এটি ২০১১ এর ১ নম্বর multimedia soft সবচে হাইয়েস্ট রেটিং পেয়ে। winamp বা jetaudio ইউসার রা হতাশ হবেন না কারন winamp pro 5.57 ২ নম্বর এবং jetaudio 8.0.5 plus ৩ নম্বরেই আছে। winamp বা jetaudio নিয়ে অনেক টিউন হলেও এই দারুন media player টি সম্পর্কে কেউ ই প্রায় জানে না।
এটাতে winamp বা jetaudio এর সব ফিচার ই আছে। সাথে dj/party mode নামক আলাদা একটি ফিচার এটিতে যোগ করা হয়েছে।
ডাইনলোড করুন এখান থেকে। যখন নাম আর সিরিয়াল চাবে সাথের নোটপ্যাড থেকে নিয়ে দিয়ে দিন। উপভোগ করুন ফুল রেজিস্টার্ড ভার্সন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🙂
আমি শুভ্র হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত সুন্দর এবং নতুন সফট্ওয়াগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।