সবচেয়ে সহজ পদ্ধতিতে কোরআন শিখুন সঠিকভাবে। নিয়ে নিন মাত্র 650 KB এর একটি PDF বই।

বিমমিল্লাহির রাহমানীর রাহীম

প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। সরাসরি টিউনে চলে যাচ্ছি।

কোরআন শরীফ হচ্ছে মহান আল্লাহ তালার বাণী। এটা প্রত্যেক মুসলমানদের জন্য তিলাওয়াত করার জন্য বলা হয়েছে। কারণ এর অনেক ফজিলত রয়েছে। কোরআন শরীফের মাঝেই রয়েছে দুনিয়ার সকল কাজের পথ প্রদর্শন। আমাদের সকলের উচিত সঠিকভাবে কোরআন তিলাওয়াত করা।  বর্তমান এই যুগে আমরা অনেকেই কোরআন পড়তে পারিনা। আবার অনেকে ছোট বেলায় শিখেছেন কিন্তু এখন মনে নেই। কারণ আমাদের নিয়মিত কোন চর্চা নেই। অনেকেই অনেক দিন পরে কোরআন শরীফ পড়তে বসলে বুঝে উঠতে পারেন না যে কোনটা ভূল হচ্ছে। সঠিক গাইডের অভাব পড়ে অনেক সময়। আবার অনেকে এখনোও কোরআন শিখতে চান। কিন্তু দেখা যায় যে সময়ের অভাবে বা প্রতিদিনসঠিক সময়ে বসাই হয় না।

বর্তমানে স্মাটফোনের যুগে সকল বই পুস্তকই হয়ে গেছে ই-বুকে। ছোট খাটো বই থেকে শুরু করে বড় বড় বই পর্যন্ত। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো পবিত্র কোরআন শেখার জন্য একটি বাংলা ই- বুক। সাইজ নিয়ে কোন ভাবতে হবে না। সাইজ মাত্র ৬৫৯ কিলো বাইট। তাহলে ডাউনলোড করে নিন বইটি। যারা কোরআন পারেন না, পারেন কিন্তু ভুলে গেছেন, সঠিক ভাবে পারছেন না আশা করি এই বইটা সবার উপকারে আসবে।

Download Now   \\   How To Learn Quran In Simple Steps-Bangla.pdf 

 

দেখে নিন এর কয়েকটি স্কিন শট :

 

 

 

শেষ কথা

লেখায় কোন প্রকার ভূল থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর টিউন উপহার দিতে উৎসাহ প্রদান করবে। আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে পুরো পরিশ্রমটাই বৃথা যায়। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুকে আমি

Level 2

আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ডাউনলোড লিংক টা ঠিক করে দিন ।

    লিংকে সমস্যার কারণে আমি আন্তরিকভাবে দু:খিত । লিংক আপডেট করা হয়েছে । এখন ট্রাই করুন ।

download hoy na

    লিংকে সমস্যার কারণে আমি আন্তরিকভাবে দু:খিত । লিংক আপডেট করা হয়েছে । এখন ট্রাই করুন ।

Level 2

Server not found

    লিংকে সমস্যার কারণে আমি আন্তরিকভাবে দু:খিত । লিংক আপডেট করা হয়েছে । এখন ট্রাই করুন ।

You tried to access the address http:// url . rocktim . com/KW8IL, which is currently unavailable. Please make sure that the Web address (URL) is

dakasse
plz link ta tik koren

    লিংকে সমস্যার কারণে আমি আন্তরিকভাবে দু:খিত । লিংক আপডেট করা হয়েছে । এখন ট্রাই করুন ।

download hosse na

    লিংকে সমস্যার কারণে আমি আন্তরিকভাবে দু:খিত । লিংক আপডেট করা হয়েছে । এখন ট্রাই করুন ।

টিটিতে এবং Ashiktech.com এরকম post চাই