ওনেক কেই নানা অনলাইন প্লাট ফর্ম এ কাজ করতে তাই ওনেক রকম পাসওয়ার্ড ও সেভ করে রাখার প্রয়োজন পড়ে। পাসওয়ার্ড গুলো বেশি দরকারি হলে আমাদের নানা রকম প্রব্লেম ফেছ করতে হয়। তাই আপনি আপনার পাসওয়ার্ড কে সেভ করে রাখুন password manager নামে একটি সফটওয়্যার এ। আর আপনার পাসওয়ার্ড গুলোকে সুরক্ষিত করে রাখুন।
এটি ব্যবহার করতে গেলে আপনাকে নেট কানেকশন বাবহার করা লাগবে না আপনি সেট আপদিয়ে আপনার এডমিন পাসওয়ার্ড সেটাপ করেই করতে পারেন।
যখন দরকার পড়বে আপনি এডমিন পাসসয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকতে পারবেন।
সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে। ডাউনলোড লিংক
আর আপনি username : admin
password: admin
এই পাসওয়ার্ড ও ইউজার নেম ব্যবহার করবেন।
অনেকে দেখি টিউনে দেখি ফালতু টিউমেন্টস করে বুঝি না ভাই আপনাদের সুবিদার জন্য আমারা আপলোড করি বিভিন্ন সফটওয়্যার গুলো। বিভিন্ন বিষয় টিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হই আপনাদের সামনে। আপনার প্রয়োজন না হলে ডাউনলোড করিয়েন না আর বিভিন্ন ট্রিক্স দেখিয়েন না টিপস নিয়েন না।
তারপরও ফালতু টিউমেন্টস গুলা করা বাদ দেন। এতে টিউনার দের টিউন করার প্রতি আগ্রহ থাকে না। খারাপ হয়।
টিউনার কে টিউনমেন্ট করে লেখার জন্য উৎসাহিত করেন।
তাহলে দেখবেন টেকটিউনস্স এর প্রতিটি টিউন টিউনার দের নাম দেখে আর টাইটেল দেখে আপনারা নিজেরাই পরবেন। আপনাদের কে আর টিউন চেনায় দিতে হবে না। সতর্ক করতে হবে না। এইটা ফেক টিউন।
আমি আমার কাছে থাকা সফটওয়্যার আপনাদের কাছে সেয়ার করলাম। ভালো লাগ্লে টিউন্মেন্ট এ জানান তাহলে আরো সেয়ার করবো ভালো কিছু।
সবাই ভালো থাকবেন।
আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া username and password নিচ্ছেনা । কী করব?