ডাউনলোড করে নিন মারিয়া পুজোর সবচেয়ে জননন্দিত সৃষ্টি ‘দ্য গডফাদার’ ও ‘সিসিলিয়ান’

টেকটিউনসে এ আমার ২য় প্রয়াস, আমার এ প্রয়াস যদি একজন পাঠকের মনকেও আনন্দিত করে তবে আমার প্রচেস্টা সার্থক।

এবার আমি নিয়ে এসেছি মারিয়া পুজোর সবচেয়ে জননন্দিত সৃষ্টি ‘দ্য গডফাদার’ ও 'সিসিলিয়ান'। লেখক সম্পর্কে কিছু কথা,

মারিয়া পুজোর সবচেয়ে জননন্দিত সৃষ্টি ‘দ্য গডফাদার’ প্রথম ১৯৬৯ সালে প্রকাশিত হয়। তিনি পাল্প ম্যাগাজিনে কাজ করার সময়ে মাফিয়া সম্পর্কে বাস্তব ঘটনার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে দ্য গডফাদার রচনা করেন। পরে তিনি প্রখ্যাত টেলিভিশন এবং রেডিও উপস্থাপক ল্যারি কিংয়ের সঙ্গে এক ইন্টারভিউতে দ্য গডফাদার সম্পর্কে বলেন যে, তার প্রধান উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন। এর আগে তার প্রথম দু’টি বই প্রশংসিত হলেও ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি। তাই এমন কিছু লেখার জন্য উদগ্রীব ছিলেন যা পাঠকদের মাঝে সাড়া ফেলবে।
মারিয়া পুজো ১৯২০ সালের ১৫ অক্টোবর আমেরিকার নিউইয়র্ক সিটিতে অভিবাসী এক দরিদ্র নেপোলি পরিবারে জন্ম নেন। সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে স্নাতক করার পরে তিনি ইউনাইটেড স্টেটস আর্মি এয়ার ফোর্সেস এ যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তার ক্ষীণ দৃষ্টির কারণে তাকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে না দিয়ে জার্মানিতে পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়। ১৯৫০ সালে তার প্রথম ছোট গল্প ‘দ্য লাস্ট ক্রিসমাস’ আমেরিকান ভাঙ্গার্ডে প্রকাশিত হয়। যুদ্ধ শেষে তিনি তার প্রথম বই ‘দ্য ডার্ক আরেনা’ লেখেন যা ১৯৫৫ সালে প্রকাশিত হয়। ১৯৫০ থেকে ১৯৬০-এর প্রথম অংশ পর্যন্ত তিনি প্রকাশক ‘মার্টিন গুডম্যান’ এর ম্যাগাজিন ম্যানেজমেন্ট কোম্পানিতে লেখক কাম সম্পাদক হিসেবে কাজ করেন। তিনি অন্যান্য লেখক যেমন ব্র“স জ্যা, ফ্রেডম্যান এদের সঙ্গে মেনস ম্যাগাজিন, পাল্প ম্যাগাজিন, ট্র– একশন এবং সোয়াঙ্ক ম্যাগাজিনগুলোর কোম্পানি লাইনে কাজ করেছিলেন। পুজো মারিও ক্লেরি ছদ্মনামে ‘ট্র– একশন’ ম্যাগাজিনের জন্য ওয়ার্ল্ড ওয়ার টু অ্যাডভেঞ্চার ফিচারস লেখেন।
পুজোর সবচেয়ে জননন্দিত সৃষ্টি ‘দ্য গডফাদার’ প্রথম ১৯৬৯ সালে প্রকাশিত হয়। তিনি পাল্প ম্যাগাজিনে কাজ করার সময়ে মাফিয়া সম্পর্কে বাস্তব ঘটনাটি দেয় অনুপ্রাণিত হয়ে দ্য গডফাদার রচনা করেন। পরে তিনি টেলিভিশন এবং রেডিও উপস্থাপক ল্যারি কিংয়ের সঙ্গে এক ইন্টারভিউতে দ্য গডফাদার সম্পর্কে বলেন যে, তার প্রধান উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন। এর আগে তার প্রথম দু’টি বই প্রশংসিত হলেও ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি। তাই এমন কিছু লেখার জন্য উদগ্রীব ছিলেন যা বিরাট অংশের পাঠকগোষ্ঠীকে আকৃষ্ট করতে সক্ষম হবে।
অবশেষে দ্য গডফাদারের মাধ্যমে লক্ষ্যে পৌঁছে যান। পরবর্তীতে তিনি উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপ দেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। ছবিটি এগারোটি ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন লাভ করে এবং তিনটিতে জয়ী হয়। পুজো সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পান। পরে পুজো এবং কপোলা জুটি গডফাদারের সিক্যুয়েল দ্য গডফাদার পার্ট টু এবং দ্য গডফাদার পার্ট থ্রি তৈরি করেন। পুজো রিচার্ড ডোনারসের ‘সুপারম্যান : দ্য মুভি’ ছবিটির সহলেখক ছিলেন। তিনি সুপারম্যান টু এর আসল খসড়ারও সহলেখক ছিলেন। এছাড়াও ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এ টাইম টু ডাই’ এবং ১৯৮৪ সালে ‘দ্য কটন ক্লাব’ এরও সহলেখক ছিলেন। ১৯৯৯ সালের ২ জুলাই মারা যান খ্যাতিমান লেখক।

গড ফাদারের ডাউনলোড লিংক

 

সিসিলিয়ানের ডাউনলোড লিংক

 

Level 0

আমি হাসানুর রেজা জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

link kaj kore na vai…valo link e upload den

লিংক ঠিক ই আছে। কষ্ট করে আবার চেস্টা করুন।