সবাইকে সালাম ও শুভেচ্ছা।
কাজের তাগিদে অনেক সময় কম্পিউটারে কাজ করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু রেকর্ড করার প্রয়োজন পড়ে যেমন আপনি কোন টিউটোরিয়াল তৈরি করছেন কিংবা গুরুত্বপূর্ণ সাইটে আছেন কিংবা অনলাইনে কোন মুভি দেখছেন ইত্যাদি।আসলে কম্পিউটারের যাবতীয় কাজের রেকর্ড করাকে স্কীন রেকর্ড বলে থাকি। অামরা অনেকেই কম্পিউটারের স্কীন রেকর্ড করে থাকি এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। তার মধ্য জনপ্রিয় একটি হচ্ছে ক্যাম স্টুডিও। তবে আমি আপনাদেরকে ২ টি সফটওয়্যার শেয়ার করব যার দ্বারা কম্পিউটারের যে কোন কাজের রেকর্ড তথা স্কীন রেকর্ড করে রাখতে পারবনে।অপরদিকে বড় কথা হল এই সফটওয়্যর দ্বয় সম্পূর্ণ ফ্রি!!
সাউন্ড রেকর্ডসহ যাবতীয় কাজ করতে পারবেন। এবং এটি লাইফ টাইম ফ্রি।
এটিও একটি চমতকার ইউটিলিটি। স্কীণরেকর্ড ছাড়াও আপনি যে কোন অনলাইন টিভি প্রোগ্রাম শো রেকর্ড করতে ও কাষ্টমাইজ করতে পারবেন। ডাউনলোড লিংক-
ব্যবহারের নিয়ম একদম সহজ। ইনস্টল করে নিয়ে কয়েকটি ক্লিকেই কাজ গুলো আপনি করতে পারবনে।তথাপি নিজের সুবিধা মত কী সেট করে নিতে পারবেন যথারুপ ওপেন করতে, সেইভ করতে, ক্লোজ করতে ইত্যাদি। তাছাড়া নিজেই মনিটরের স্কীন রেজুলেশন অনুযায়ী চিত্রগুলো ভিডিও আকারে সেইভ করতে পারবেন। বেশ কয়েকবার ব্যবহার করলেই সহজেই নিয়মবিধি গুলো জানতে পারবেন।
বাংলা ব্লগ | ফেসবুক পেজ | গুগল প্লাস পেজ |
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...