নেট কানেক্ট করার সাতে সাতে বিভিন্নও সফটওয়্যার আপডেট চায়। কোন কোন সফটওয়্যার অটোমেটিক আপডেট নিয়ে নেয়। এর কারনে অনেকেই নেট চালিয়ে সান্তি পাচ্ছেন না। কারন এমনিতেই মেগাবাইট এর যা দাম তাতে আমাদের এই লিমিটেড মেগাবাইট যদি এমনি এমনি কেটে নেয় কার মেজাজ ভালো থাকবে বলেন।
তাই আপনাদের জন্য নিয়ে এলাম একটি সফটওয়্যার নেট লিমিটার। নিছে স্কিনসর্ট দেখুন এই সফটওয়্যার দিয়ে আপনি পুরো পিসির নেট কন্ট্রোল করতে পারবেন। ধরুন আপনি সুধু ফায়ারফক্স ব্যবহার করবেন আর অন্য সব আপস বা সফটওয়্যার নেট কানেক্ট বন্ধ করে দিবেন।
তাহলে আপনি এই সফটওয়্যার টি দিয়ে পারবেন এই কাজটি করতে। ফায়ার ফক্স বাদে যেই সব সফটওয়ার নেট লিমিটার এ সো করবে সেই সফটওয়্যার গুলোকে টিক দিন আর ডাবল ক্লিক করে কেবি ০ করে দিন আর সফটওয়্যার টি মিনিমাইজ করে রাখুন। দেখেন এখন স্পিড নেটের।
টিক মারলেই কেল্লা খতম। আর নেট কাটতে পারবে না। অবশ্যই ৫ কেবি থেকে ০ কেবি করে দিবেন। ডাবল ক্লিক করে।
আর অজথায় মেগাবাইট নস্ট হবে না সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্ক এখানে।
আর আপনার পিসির নেট স্পিড মাপার জন্য নিয়ে নিন ডু মিটার। এটির সাহাজ্জে আপনি নেট এর স্পিড দেখতে পাবেন।
সহজে বুজতে পারবেন এখন আপনার নেট এর স্পিড কতো। ডাউনলোড লিঙ্ক এখানে।
মিটার টি একটিভেট করতে এক্টিভেটর টি ডাউনলোড করুন।
রিয়েল আইপি হাইড ফুল ভার্সন ডাউনলোড লিঙ্ক।
সবগুলো এক সাথে ডাউনলোড করতে ডাউনলোড লিঙ্ক
টিউনটি অনেক ছোট হয়ে যাচ্ছিলো তাই বাকি সফটওয়্যার গুলো সেয়ার করলাম। সব গুলোয় কাজের সফটওয়্যার।
ধন্যবাদ সবাই কে।
আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনার কাছে জোর অনুরোধ এই সফটয়্যারটা আমার খুব প্রয়োজন।আমি এই মাত্র মিডিয়া ফায়ার থেকে ফাইল ডাউনলোড করে দেখলাম। আমার ডাউনলোড ম্যনেজারে কোন সমস্যা নেই, প্লিজ ফাইলটি অন্য কোথাও আপলোড করুন। আর একটি কথা Net limiter এটা কী ফ্রিওয়্যার নাকী পেইড সফটয়্যার। পেইড হলে সিরিয়াল কী দিবেন। আর এসব বিষয় টিউনো এ্যড করে দিয়েন।