এই টিউনটি কেবল মাত্র Broadband Internet: ADSL (Asymmetric Digital Subscriber Line) ইউজার দের জন্য । যারা ADSL মোডেম ব্যাবহার করেন তারাই চেষ্টা করুন ।
১) µtorrent – টিকে Open করুন, তারপর Options > Preferences > Connection এবার Port নির্বাচন করুন। 49152 থেকে 65534 স্ংখ্যার মধ্যে যে কোন একটি স্ংখ্যা পছন্দ করে বসিয়ে দিন। নীচের সেটিংস্ দেখে নিন। Apply করুন।
Randomize port each start যদি Enable থাকে Disable করে দিন। Apply করুন।
UPnp ও NAT-PMP Disable করে দিন ।
২) Router এর Portforward করুন, http://portforward.com সাইটের সাহায্য নিয়ে।
৩) আপনার স্পীড টেস্ট করুন http://speedtest.net সাইটের সাহায্য নিয়ে । নীচের সেটিংস্ দেখে নিন।
ক্যালকুলেটর: Azureus Upload Settings Calculator এর মাধ্যমে ক্যালকুলেট করুন। নীচের সেটিংস্ দেখে নিন।
উপরের ছবিটি ভালভাবে দেখুন তারপর µtorrent এর Options > Preferences > Bandwidth এ গিয়ে আপনার ক্যালকুলেট (Azureus Upload Settings Calculator এর মাধ্যমে ক্যালকুলেট করা) ভ্যালু গুলি বসান। নিচের ছবিটির মতো । Apply করুন।
তারপর µtorrent এর Options > Preferences > Queueing এ গিয়ে আপনার ক্যালকুলেট (Azureus Upload Settings Calculator এর মাধ্যমে ক্যালকুলেট করা) ভ্যালু গুলি বসান। নিচের ছবিটির মতো । Apply করুন।
তারপর µtorrent এর Options>Preferences>BitTorrent এ গিয়ে নিচের ছবিটির মতো । Apply করুন। Ok করুন।
এবার টরেন্ট ডাউনলোড করে দেখুন স্পীড বেড়ে গেছে ।
আপনি যদি Windows XP ব্যাবহার করেন তবে http://www.lvllord.de/?lang=en&url=downloads লিঙ্ক টি থেকে EvID4226Patch223d-en.zip EventID 4226 Patcher Version 2.23d (english) ডাউনলোড করুন ।
Internet disconnect করুন ।
"EvID4226Patch.exe" এর উপরে ডাবল ক্লিক করুন । একটি DOS window দেখতে পাবেন । এবার "C" চাপুন Change Limit এর জন্য তারপর "60" লিখুন । "Y" চেপে Confirm করুন ।
"Windows File Protection" আসবে "Cancel" চাপুন তারপর "Yes" করুন ।
Restart করুন ।
আমি গগন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই স্পিড কেমন বাড়তে পারে? একটু উদাহরন দিলে ভালো হয়