আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
বিভিন্ন কাজে বিভিন্ন ফরম্যাটে ভিডিও কনভার্টের প্রয়োজন পড়ে। ইন্টারনেটে শত শত কনভার্টার পাওয়া গেলে ও ফরম্যাট ও ভিডিও কোয়ালিটির সাথে সামজ্ঞস্য থাকেনা। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব iwisoft free video converter এর সাথে যা user friendly এবং সম্পূর্ন ফ্রি। এর মাধ্যমে ভিডিওকে অডিওতে ও কনভার্ট করতে পারবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
ডাউনলোডের জন্য ক্লিক করুন এখানে।
ইনস্টল করার পর নিচের উইন্ডোটি ওপেন হবে।
কাঙ্খিত ভিডিওটি সিলেক্ট করার পর পছন্দ ও ডিভাইস অনুসারে ফরম্যাট সিলেক্ট করুন। তারপর Start এ ক্লিক করুন। এছাড়া এ থেকে বিভিন্ন প্রকার অডিও ফরম্যাটে ও রুপান্তরিত করতে পারবেন।
এর মাধ্যমে ভিডিও কাটতে এবং জোড়া দিতে পারবেন। ভিডিও কাটার জন্য Edit Option এ গিয়ে Trim select করে Set first time এবং Set end time এ time select করুন। তারপর OK দিয়ে বেরিয়ে আসুন। না পারলে চিত্র দেখুন-
Video জোড়া দেয়ার জন্য Video file এবং format select করে ডান দিকের কোনায় Merge into one file এ টিক চিহ্ন দিন। না পারলে চিত্র দেখুন-
Snapshot নেয়ার জন্য preview অংশে video টি play করে camera চিহ্নিত আইকনে ক্লিক করুন। চিত্র দেখুন-
Java, Symbian এবং বেশিরভাগ Android এ Video play করার সময় Zoom করা যায়না। তাছাড়া বেশিরভাগ ভিডিওর ক্ষেত্রে দুই পাশের বর্ডারের কারনে মুল ভিডিওটা ছোট দেখায়। এ সমস্যা দুর করার জন্য Edit option এ গিয়ে Crop select করে zoom > Full Screen করে দিবেন। লক্ষ্ করলে দেখবেন বামপাশের Original preview অংশে ভিডিওর চারপাশে বর্ডার আছে। এগুলোকে drag & drop করে ভিডিওটার মুল অংশ পর্যন্ত সিলেক্ট করুন। ডানপাশের Output preview তে দেখুন ভিডিওটি সম্পূর্ন অংশ জুড়ে হয়েছে কিনা। এরপর OK দিয়ে বেরিয়ে আসুন এবং ভিডিওটি কনভার্ট করুন।
চিত্র-
আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি মাঈন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে যা সামান্য কিছু জানি তা সবাইকে জানাতে চাই এবং সবার কাছ থেকে আরো অনেক বেশি বেশি শিখতে চাই।।
ভাই এই সফটয়্যার এর সিরিয়াল কী কোথায়…? সফটয়্যারটি আমার ভালো লেগেছে।