আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় টিউনার ভাই ও বন্ধুরা। আসা রাখি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি। এতা আমার দ্বিতিয় টিউন। এই টিউন এ আমি আপনাদের উপহার দিতে চাই বিভিন্ন ব্র্যান্ডের লোগোতে ব্যবহৃত ফন্ট সমূহ। পরিচিত ব্র্যান্ড আর তার লোগো নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। মাঝে মাঝে লোগোর ফন্টগুলো আমাদের এত ভালো লেগে যায় যে জানতে ইচ্ছে করে ফন্টের নাম, লিখতে ইচ্ছে করে সেই ফন্টে। টিউনে ডাউনলোড লিংকসহ সেগুলো উপস্থাপন করা হল:
গুগল (Google): গুগলের লোগোতে ব্যবহৃত ফন্টটির নাম Catull। এটি একটি বাণিজ্যিক ফন্ট যা পয়সা দিয়ে কিনতে হয়।
ফেইসবুক (Facebook): ফেইসবুকের লোগোটি এসেছে Klavika ফন্ট পরিবার থেকে। ধারণা করা হয় লোগোটি Klavika Bold ফন্টের সামান্য পরিবর্তিত রূপ।
টুইটার (Twitter): টুইটারে ব্যবহৃত লোগোর ফন্টটি হচ্ছে Pico. যদিও মূল লোগোতে কয়েকটি অক্ষর একটু পাল্টে দেয়া হয়েছে।
ইউটিউব (YouTube): ই্ডউটিউব তার লোগোতে যে ফন্টটি ব্যবহার করেছে তার নাম Helvetica Ultra Compressed. এটিও একটি বাণিজ্যিক ফন্ট।
মাইক্রোসফট (Microsoft): উইন্ডোজ এইটের রিলিজ উপলক্ষে মাইক্রোসফট সম্প্রতি তাদের লোগো পাল্টেছে। পুরনো লোগোতে ব্যবহৃত ফন্টটি ছিলো Helvetica Neue Black Italic-এর সামান্য পরিবর্তিত রূপ। বর্তমান লোগোতে ব্যবহার করা হচ্ছে মাইক্রোসফটেরই বানানো বহুল প্রচলিত ফন্ট Segoe।
গ্রামীণফোন বা টেলিনর (Grameenphone or Telenor): এই ফন্টটা খুঁজে পেতে নাফিস ইফতেখার ভাইয়ের বেশ করতে হয়েছে। গ্রামীণফোন বা টেলিনরের লোগোতে ব্যবহৃত ফন্টটির নাম হচ্ছে Telenor এবং এটি তাদের নিজস্ব ফন্টটি। ফন্টটি বানিয়েছে নিউ লাইন (Newlyn) নামের একটি প্রতিষ্ঠান।গ্রামীণফোন তাদের বাংলা লোগোতে বিজয়ের একটা ফন্ট ব্যবহার করে। ফন্টটার নাম হচ্ছে কর্ণফুলি এমজে (KarnaphuliMJ)।
কিউবি (Qubee): এই ফন্টটি পেতেও যথেষ্ট কষ্ট হয়েছে নাফিস ইফতেখার ভাইয়ের। কিউবির মেইলে পাঠানো PDF বিল ও সাইটে থাকা কয়েকটি পিডিএফ ফাইল থেকে ফন্টটি এক্সট্র্যাক্ট করেছেন নাফিস ইফতেখার ভাই। তবে কিছু চিহ্ন এই ফন্টটিতে অনুপস্থিত আছে।
এয়ারেটল (Airtel): এয়ারেটেলের নতুন লোগোতে ব্যবহৃত ফন্টটির নাম হচ্ছে Ronnia। মূল লোগোতে ফন্টটি একটু পরিবর্তন করা হয়েছে।
রবি (Robi): রবি তাদের লোগো এবং বিজ্ঞাপণসহ অন্য সব লেখার জন্য 'রবি' নামের একটি নতুন ফন্ট ব্যবহার করছে। ফন্টটির নির্মাতা নাজিমউদ্দৌল্লা মিলনের দাবি রবি যে প্রতিষ্ঠানের অধীন সেই আজিয়াটার অফিশিয়াল ফন্ট 'Axiata' এর সঙ্গতি রেখে তিনি রবি’র বাংলা ফন্টটি বানিয়েছেন।
ডেইলি স্টার (The Daily Star) এটা ফন্ট ডিটেক্টর দিয়ে বের করেছেন নাফিস ইফতেখার ভাই। ডেইলি স্টারের লোগোতে ব্যবহৃত ফন্টটির সাথে মিল আছে Wedding Text নামের একটি ফন্টের।
আড়ং (Aarong) আড়ং এর ইংরেজি ফন্টটি ফন্ট ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করে দু’টি ফন্টের অস্তিত্ব পেয়েছি। প্রথম ৫টি অক্ষর, অর্থাৎ 'Aaron' এই পর্যন্ত ব্যবহৃত হয়েছে Pump Bold নামের একটি ফন্ট
ফন্ট গুলো ডাউনলোড করুন এখান থেকে (মিডিয়া ফায়ার)
টিউনটি পূর্বে প্রকাশিত এখানে এবং এই টিউনটি সংগৃহিত।
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ফেসবুকে আমাকে পেতে ক্লিক করুন।
আমি মোঃ হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for tune