পোর্টেবল ফটোশপ CS6 নিয়ে নিন, মাত্র ৯৬এম্বি (কম্প্রেসড) + বোনাস

আমি বরাবরই প্যাচাল একটু কম দেই। তাই আজো এর কোনো ব্যাতিক্রম হবে না বা হচ্ছে না। এডোব ফটোশপ সিসি – ২০১৫ ভার্শন এর মোট সাইজ হলো ১.৭ জিবি!!!!!! (এম্বি নয় সেটা সবাই জানেন) আর এটা হাই পারফর্মেন্স পিসির জন্য তৈরী। ২জিবি র্যাম থাকলেও পিসিতে ক্রাশ করে!!

না না, আপনার ক্রাশ খাবার কোনো কারন নাই। আমরা তো আছিই। তাই আপনাদের জন্য সংগ্রহ করে এনেছি এডোব ফটোশপ সি৬ এর এক্সটেন্ডেড ভার্শন। আপনার পিসি কে ক্রাশ খাবার কোনো সুযোগই দেবে না। সাইজ করা আছে মাত্র ৯৬ এম্বি তে!!!!

এখানেই শেষ নাও। তাহলে আর কি বাকি আছে?

আছে আছে সম্মানিত জনেরা।এতো অল্পে(!) কি স্বাদ পাওয়া যায় ? বলুন আপনারাই। এই এডোব ফটোশপ এর সফটওয়্যার টা আপনাদের জন্য পোর্টেবল করা হয়েছে। জ্বী, ভুল কিছু শুনেন নি। এই সফটওয়্যার টা পোর্টেবল ভার্শন। তাই একটিভ করার কোনো ঝামেলা বা যন্ত্রণা বা বার বার একটিভেশনের নোটিফিকেশন কিছু আপনার সামনে বার বার আসবে না।

সবথেকে বড় আরেকটা সুবিধার কথা হল আমি সফটওয়্যার টা মিডিয়াফায়ারে আপলোড করে দিছি। কোনো আলতু ফালতু আপলড সাইটে দিয়ে আপনাদের ঝামেলা আর বাড়াতে চাই না।

ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে, সহযেই।

যোগ দিতে পারেন, আমার ফেসবুক গ্রুপে।

তো, ডাউনলোড করে নিন এডোব ফটোশপ সি৬ এর এক্সটেন্ডেড ভার্শন  মাত্র ৯৬ এম্বি, তাও আবার পর্টেবল ভার্সন। রাঙ্গিয়ে তুলুন আপনার কাল্পনিক ভুবন।

নোটঃ আগেও টিউন হয়েছে, যাদের আছে – ভালো কথা। যারা পাননি, তারা নিয়ে নেন।   

Level New

আমি নাজমুজ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Amar kase ase tobo download korbo

ভাই PicsArt photo studio অত্যন্ত দরকার।

Level 2

এটা কী 32 বিট নাকী 64 বিট এর জন্য টিউনে সেটা উল্লেখ করেননি। আমার কাছে 23 ও 64 বিট দুটি ভার্সনিই আছে তবে সেটার ফন্টএ সমস্যা করে। আপনার এতে কী কোন ফন্টের সম্যস্যা আছে কীনা।

portable tai both bit e useable

ভাল টিউন,শেয়ার করার জন্য ধন্যবাদ

“Your requested URL has been blocked as per the directions received from Department of Telecommunications, Government of India. Please contact administrator for more information.”

ভাইয়া অামার 64 বিট। প্লিজ ভাইয়া PicsArt-এর ল‌িংকটা দিন।