কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে ১০ টি গুরুত্বপূর্ণ সফটওয়্যার শেয়ার করবো। আশা করি আপনাদের কাজে লাগবে। যেহেতু আজ আমরা অভ্র কীবোর্ড এর সাহায্যে বাংলা লিখছি তাই ওটা দিয়েই শুরু করি।
১) Avro Keyboard : আমাদের কাছে অত্যন্ত পরিচিত সফটওয়্যার তবুও যারা জানেন না তাদের জন্য বলে রাখি এই সফটওয়্যারটা দিয়ে আপনি পিসিতে বাংলা টাইপ করতে পারবেন। সত্যি কথা বলতে কি বাংলা টাইপ করার জন্য এটা একটা অসাধারন সফটওয়্যার এর থেকে সহজে বোধয় বাংলা লেখা যায় না। এছাড়া আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করলে পাবেন Avro Spell Checker যেটা দিয়ে আপনি আপনার লেখাতে কোন বানান ভুল আছে কিনা সেটা চেক করতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
২) Nextup TextAloud : অসাধারন একটি সফটওয়্যার এটি। এই সফটওয়্যারটি যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে পারবে। ফুল ভার্সন আপনাদের সাথে শেয়ার করলাম।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৩) Picasa : এটা ছবি দেখার সফটওয়্যার। খুব ভালো একটা Photo Viewer। আর তাছাড়া এটা ব্যবহার করে ছবি এডিট করা যায়।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৪) Internet Download Manager : ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য এর থেকে ভালো সফটওয়্যার আর হয় না। আমি আপনাদের সাথে ফুল ভার্সন শেয়ার করবো।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৫) Lightshot : Screenshot নেবার জন্য এটা খুব ভালো একটা সফটওয়্যার। একবার মাত্র Prtscr বাটনটা প্রেস করলেই স্ক্রীনশট নিতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৬) Shadhin Ovidhan : অসাধারন একটি বাংলা ডিকসনারি সফটওয়্যার এটি। আমার দেখা সেরা বাংলা ডিকসনারি।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৭) 7Data : ফাইল ডিলিট হয়ে গেছে ? নো টেনসন। এই সফটওয়্যারটা আপনার ফাইলটাকে ফিরিয়ে এনে দিবে।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৮) Ace Translator : যে কোন ভাষাকে ট্রান্সলেট করার জন্য অসাধারন একটি সফটওয়্যার এটি।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
৯) Shareit : এটি ব্যবহার করে খুব সহজেই আপনার পিসি বা ল্যাপটপের যে কোন ফাইল খুব দ্রুত শেয়ার করতে পারবেন ক্যাবল ছারাই। তবে আপনার পিসি বা ল্যাপটপে ওয়াইফাই থাকতে হবে।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
১০) SpeedyFox : ফায়ারফক্স বা গুগল ক্রমের স্পিড বাড়াতে চান? তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করুন।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
এই মুহূর্তে আমার আর কোন সফটওয়্যার এর নাম মনে পড়ছে না, যদি আপনাদের আরও কোন সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে টিউমেন্ট করে বলবেন। কেমন লাগলো সেটাও বলতে ভুলবেন না যেন।
আমি শারলোক হোমস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।