সফট্ওয়্যার বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয় : “Dragon Naturally Speaking Professional Version 13” for Windows

softwareDragon Naturally Speaking Professional Version 13 হলো speech to text সফট্ওয়্যার।

এই সফট্ওয়্যারটি সরাসরি মূল সাইট nuance.com হতে ক্রয় করতে হয়, ট্রায়াল কোন ভার্সন নেই। দাম মাত্র ১৪৯ ডলার ):

টেকটিউনসের কোন সহৃদয় ব্যবহারকারীর কাছে সফট্ওয়্যারটি থাকলে দয়া করে সেটি টেকটিউনসের মাধ্যমে সকলের সাথে শেয়ার করলে আমরা সকলে খুব উপকৃত হতাম।

এই কোম্পানিটি আপলস্ এর জন্য Siri বানিয়েছে।

এর একটি চমত্কার বৈশিষ্ট্য হলো জিমেইল সহ ওয়েব অ্যাপ্লিকেশন এবং আপনার ইমেইলের সঙ্গে তার ইন্টিগ্রেশন। জিমেইলের যে কোন স্থানে আপনি একটি টেক্সট বক্সে খুঁজে পাবেন, আপনি বললে ড্রাগন যে কোন টেক্সট এতে টাইপ করবে্। এটা আপনার জন্য ইমেল লিখবে, Google অনুসন্ধান করবে, ফেসবুক ও টুইটার এবং ওয়েব ব্রাউজার চালু করতে পারবে। আপনি এমনকি যে কোন স্থানে কার্সার স্থাপন করতে বলতে পারেন।

ড্রাগনের নিরদেশনামূলক সঠিকতা সত্যিই অবাক করার মতো। আপনি এর মাধ্যমে সাধারণ মাইক্রোসফট ওয়ার্ড এবং নোটপ্যাড স্বাভাবিকভানে open শব্দ উচ্চারণের দ্বারা খুলতে পারবেন ও আপনার টেক্সট dictating শুরু করতে পারবেন। যদি ড্রাগন কোন শব্দ ভুল করে বা ভুল বোঝে, তবে আপনি পুণরায় নিরদেশনার দ্বারা ফিরতে পারে ও এটা ঠিক করতে পারে। এটা আপনাকে সম্ভাব্য একটি মেনু দেয় ও সঠিকটি নির্বাচনের সুযোগ করে দেয়।কোন শব্দ তাতে উপস্থিত না থাকলে, ড্রাগন ভবিষ্যতের জন্য সে তা সংরক্ষণ করে।

টিউনটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
টেকটিউনসের সাথেই থাকুন।

সবাইকে অনেক শুভেচ্ছা 🙂

Level 0

আমি সাইবার ঘোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

brother 4gb file nam tase namuk upload deye apnare link ta techtunes er maddhome demune.thanks

সুপ্রিয় আশিক ভাই,
অনেক ধন্যবাদ, তবে মনে হচ্ছে আমি কোন ভুল করে ফেলেছি,
যদি সম্ভব হয় তবে তারাতারি ডাউনলোড বন্ধ করুন।
শিরোনামটি ঠিক করে ‍দিচ্ছি. ওটা professional হবে।

Level 0

No need of this soft. CORTANA has come to serve us better with Windows 10. 🙂

@newboy আপনাদের মতো সুপার ইন্টেলিজেন্ট মানুষদের ব্যাপার স্যাপারই আলাদা 🙂

শুধু আমাদের মতো গবেটদের হয়েছে যতো ঝামেলা 🙁

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপনাকে 🙂

Nuance Dragon Naturally Speaking Premium 13.0 iso file yes or no

    সুপ্রিয় আশিক ভাই,
    অনেক ধন্যবাদ আপনাকে।

    এই premium soft-টিতে custom feature নেই 🙁

    শুধু এ কারণে professional soft টি খুজছি 🙂

    মনে হয় না টরেন্টে পাওয়া যাবে।

    deep web খোজার প্রস্তুতি নিচ্ছি। যদি আপনার পক্ষে সম্ভব হয় তবে deep web থেকে লিংক খুজে দিলেও হবে 🙂 আমি ডাউনলোড করার চেষ্টা করব।

    সহযোগিতা করার জন্য পুণরায় ধন্যবাদ।