ইসলামী গ্রন্থের বিরাট এক সম্ভারঃ আল জাওয়ামিউল কালীম

আজ আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এক বিশাল ইসলামী গ্রন্থাগারের সাথে, মাকতাবায়ে শামেলা বর্তমানে বেশ জনপ্রিয় একটি বুক রিডার সফটওয়ার, কিন্তু আজ যেটির কথা বলছি সেটা মোর দ্যান মাকতাবায়ে শামেলা! যদিও এটা মাকতাবায়ে শামেলার চেয়ে অনেক পুরাতন তবুও এদেশে এটি তেমন পরিচিতি পায়নি।

জাওয়ামিউল কালিম

কুরআন, হাদীস, তাফসীরে কোরআন, তাশরীহে হাদীস, উলুমে হাদীস, উলুমে কোরআন, আক্বাইদ, ফিক্বাহ (৪ ফিক্বহি মাযহাবের আলাদা আলাদা এবং সম্মিলিত সংকলন), ইতিহাস, সিরাত, রাজনীতি সহ আরো বিভিন্ন শাস্ত্রের অসংখ্য কিতাবের বিরাট এক সম্ভার এই জাওয়ামিউল কালীম। মাকতাবায়ে শামেলা আর জাওয়ামিউল কালীমের মাঝে কিছু বিশেষ পার্থক্য রয়েছে, তন্মধ্যে একটি হচ্ছেঃ মাকতাবায়ে শামেলাতে 'ফিতনায়ে সালাফিয়্যা'র প্রভাব বিস্তর! পক্ষান্তরে জাওয়ামিউল কালীম এধরনের অভিযোগ-আপত্তি থেকে নিরাপদ। আর এর ব্যবহারও শামেলার চেয়ে বেশ সহজতর। এতে রয়েছে মুল বইয়ের পৃষ্ঠা নাম্বার সংকেত অর্থাত্‍ যেখান থেকে মুল কিতাবের পৃষ্ঠা শেষ হয়েছে সেখানে বন্ধনিতে পৃষ্ঠা নাম্বার সংযুক্ত করা হয়েছে। আরো বড় কথা হচ্ছে এর রয়েছে অনলাইনে ইউজার ফ্রেন্ডলি এবং অফলাইনে ডেস্কটপ উভয় ভার্শন।
তবে অনলাইন ভার্শনে অফলাইনের মত অতটা বিরাট সংখ্যক কিতাব সংকলন করা সম্ভব হয়নি। তবুও যতটুকু করেছে তাকে মোটেও কম বলা যায় না।

আরেকটি কথা না বললেই নয়, তা হচ্ছে অনেকের কাছে এটি "মাকতাবাতুল ইসলামিয়া" নামেও পরিচিত। যাই হোক! সব মিলিয়ে জাওয়ামিউল কালীম অসাধারন একটি ভার্চুয়াল ইসলামিক লাইব্রেরী যা আপনার ভালো লাগবেই।

জাওয়ামিউল কালীম
জাওয়ামিউল কালীম
জাওয়ামিউল কালীম

সংক্ষিপ্ত বিবরনঃ

নামঃ জাওয়ামিউল কালিম
প্রকাশকঃ islamweb.net
ভার্শনঃ অনলাইন ওয়েবপেজ এবং অফলাইন পিসি সফটওয়্যার

ওয়েবভার্শন লিংকঃ gg .gg / gkwb

অফিসিয়াল ডাউনলোড লিংকঃ http://gk.islamweb.net:8080

আজ এপর্যন্তই, আল্লাহ হাফেজ...।

ফেসবুকে আছি আমিঃ http://fb.com/thealmahmud

Level New

আমি almahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student, i am from Rajshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ ধন্যবাদ সফ্টওয়ারটি শেয়ার করার জন্য। যদিও চার বছর যাবৎ ব্যবহার করছি।