Whatsapp থেকে ডাউনলোডকৃত ফাইল জোড়া দিন পক পক করে। 

আসসালামুআলাইকুম ৷ আশা করি সবাই ভালই আছেন। আমার আজকের টিউনটি হচ্ছে Whatsapp সংক্রান্ত। আমরা যারা সচরাচর Whatsapp ব্যবহার করি আমরা অনেকই জানি যে  Whatsapp থেকে  ছবি, নাটক, এপ্স, গেমস ইত্যাদি সবককিছুই এখন ডাউনলোড করা যায়। ছোট ফাইল গুলো আমরা সহজেই ব্যবহার করতে পারি, কারন সেগুলা জয়েন করার প্রয়োজন হয়না। বড় ফাইল গুলো পার্ট পার্ট করে Whatsapp এ আপলোড করতে হয়। আমি দেখেছি আপনারা অনেকেই গ্রুপের পার্ট পার্ট করে আপলোড দেয়া ফাইল গুলো ডাইনলোড করে জোড়া দিতে না পারার বিভ্রান্তিতে ভুগছেন ৷ অনেকে আবার পার্টের ভয়ে সিভ্গেল ফাইল চাইছেন,, ৷

যাই হোক,,,

কিভাবে পার্ট পার্ট করা ফাইল জোড়া দিতে হয় সেই বিষয়েই আমার টিউনটি।

প্রথমে এই লিংকটি থেকে Droid Splitter(আঠাঁ)Apps টি ডাউলোড করে নিন ৷

এইবার ইনস্টল দিয়ে ওপেন করুন ৷এবার পার্ট জোড়া দিতে চাইলে ঊপরের ডান দিকের iconটিতে ক্লিক করুন ৷

 

এবার pending file list  লেখারপাশে '+' (প্লাস) icon টিতে ক্লিক করে Manual Select করুন।

 

 

 

 

 

 

 

 

 

এবং যে কয়টা পার্ট জোড়া দিবেন সেই গুলা সব মার্ক করে নিচে select বাটনে ক্লিক করুন ৷

এবার Select Target folder এ ক্লিক করে একটি folder নির্বাচন করুন যেটাই জোড়া লাগা ফাইলটা আপনি পেতে চান ৷

 

 

 

 

ব্যাসসসসসসস এবার  নিচের start বাটনে ক্লিক করলেই শুরু হবে ফাইলে আঠা মাখানোর কাজ/আই মিন file join শুরু হবে ৷

 

 

 

 

 

 

 আশা করি  কারো বুঝতে সমস্যা হবে না।

বিঃদ্রঃ যারা ফাইল জয়েন করতে প্রবলেম ফেচ করে আমার টিউনটি শুধু তাদের জন্যে।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ৷ 

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আপনার এন্ড্রয়ড এ কোন ফ্রন্ট ব্যবহার করেন আপনি? নাম টা বললে উপকৃত হতাম 🙂

আদিম যুগের ব্যাপারস্যাপার!!!!!

দাদা আগে এই টিউন টেকটিউন্সে প্রকাশিত…..তবুও সেয়ার করার জন্য ধন্যবাদ