আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।
Delete হওয়া বা Format মেমোরি কার্ডের ডাটা ফিরিয়ে আনুন
অনেক সময় আমরা মেমরীকার্ডের বিভিন্ন ফাইল ডিলিট করে ফেলি। কখনো বা মেমোরি ফরমেট করে ফেলি। ফলে অনেক গুরুত্বপূর্ণ ফাইল আমরা হারিয়ে ফেলি। তবে এবার থেকে আপনারা Delete হওয়া ফাইল আবার ফিরিয়ে করতে পারবেন।
>>এর জন্য যা করতে হবেঃ
(১) সর্বপ্রথম আপনার ফোনটি Rooted
হতে হবে।
(২) এরপর Hexamob Recovery PRO অ্যাপটি Download
করে নিন।
Hexamob Recovery Pro:-
size : 10.7 mb
(৩) এবার অ্যাপটি ইনস্টল করে, Root Permission চাইলে Grant করুন।
(৪) অ্যাপের কাজ শেষ। এরপর কখনো ফাইল
ডিলিট
হলেঃ
(৫) Appটি Open করে Selective Recovery ক্লিক
করুন।
(৬) এরপর Search In এ মেমোরিতে কার্ড
Select করুন
(যেটা থেকে কিছু ডিলিট হয়েছে)।
(৭) এবং Save To তে মেমোরি কার্ড Select
করুন
(যেখানে Delete হওয়া ফাইল Save
করতে চান)।
(৮) এরপর Next এ ক্লিক করে Wait করুন।
দেখবেন
ডিলেট হওয়া ফাইলগুলো খুঁজে বের করছে।
(৯) খোঁজার কাজ শেষ হলে Select All বা যেটা ফিরিয়ে আনতে চান সেটা Select করে, Recovery তে ক্লিক করলেই, ফাইলটি পুনরায় ফেরত পাবেন (Recovered নামের ফোল্ডারে ফেরত পাবেন)।
আমার মতে এই Appটি Android এর জন্য সেরা Recovery Application..। আর এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ড চালু রাখার কোন প্রয়োজন নেই।
বিশেষ দ্রষ্টব্যঃ
☞ ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
☞ সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ
[সংগ্রহ]
আশা করি আপনারা উপক্রিত হবেন। সব ফাইল কাজ করবে। এবং কোনো প্রশ্ন থাকলে করবেন। কিন্তু বিসয়ের বাইরে কেউ কিছু বলবেন না, যেমন লিঙ্ক কাজ করে না, অ্যাপ কাজ করে না, কারও কাছে আগের থেকে থাকলে ভাল কিন্তু অন্যদের নিরুতসাহিত করবেন না।
আমি নুসরাত জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংগ্রহে রাখলাম, প্রয়োজন তো হবেই, সেইদিন কাজ না করলে ধন্যবাদ ফিরিয়ে নেবো