কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো স্ক্রীন শর্ট নেয়ার জন্য অসাধারণ একটি সফটওয়্যার।
যারা ব্লগিং করুন বা ব্লগিং করার ইচ্ছা আছে তাদের জন্য আজ অতিপ্রয়োজনী একটি সফটওয়্যার লাইটসট। ব্লগিং মানেই কিছুক্ষণ পরপরই স্ক্রীন শর্ট। তবে সরাসরি কীবোর্ড দিয়ে স্ক্রীন শর্ট নেওয়া গেলেও, পরে তা আবার ফটোসপ এর পেষ্ট করে এডিট করতে হয়। কিন্তু আজ আমি আপনাদের সাথে যেই সফটটি শেয়ার করব, সেটি দিয়ে আপনি খুব সহজেই স্ক্রীন শর্ট নিন এবং পিকচারটি সেভ করতে পারবেন। আর খুব সহজেই পিকচারটি এডিট করতে পারবেন। এর নাম লাইটসট ওজন মাত্র ২ মেগাবাইট।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
ডাউনলোড হলে সেটআপ দিয়ে দিন। সফটওয়্যার টি ফ্রী তাই সিরিয়াল কির প্রয়োজন নেই।
ব্যবহার বিধি:
১। আপনার কীবোর্ডের Print বাটনটি একবার চাপুন। নিচের চিত্রের মত…
২। এখন আপনি যেই অংশটুরুর স্ক্রীন শর্ট নিতে চাচ্ছেন সেই অংশটুরু মাউস দিয়ে সিলেক্ট করুন। নিচের চিত্রের মত…
৩। এখন Ctrl +S চেপে সেভ করুন।
দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন সফটওয়্যার টি কতটা কাজের।
আজ তাহলে এখানেই শেষ করলাম। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
অন্যান্য টিউন গুলো দেখতে পারেন।
১। ওয়াইফাই দিয়ে আপনার অ্যান্ড্রোয়েড ফোন এ দ্রুত ফাইল ট্রান্সফার, কল বা চ্যাট সবই করুন ফ্রীতে।
২। এক সফটওয়্যার দিয়েই পিডিএফ পড়ুন,তৈরী করুন ইডিট করুন তাও আবার এডবি রিডার থেকে অনেক দ্রুতগতিতে।
আমি কেডি সিদ্দিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংগ্রহে রাখলাম, তবে আমি Faststone ব্যাবহার করি, এটা আপনারা ব্যাবহার করে দেখতে পারেন অনেক সুবিধা রয়েছে এতে ।