বর্তমান সময়ের ভারতে হিট এবং সবচেয়ে বেশি বাজেটের মুভি "বাহুবালি " ডাউনলোড করতে পারবেন বিডিআপলোড থেকে।
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে তেলেগু সিনেমা ‘বাহুবালি’। মুক্তির পঞ্চম দিনেই ২০০ কোটি ছাড়িয়েছে সিনেমাটির আয়।
বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ বলেন, ১৪ জুলাই বিশ্বব্যাপী ২১৫ কোটি রুপি ছাড়িয়েছে ‘বাহুবালি’র আয়। কর্মদিবসেও সিনেমা হলগুলোতে দর্শকের কমতি ছিল না।
তবে এখন পর্যন্ত হিট বলা যাচ্ছে না সিনেমাটিকে। কারণ সিনেমাটি নির্মাণ করতেই ব্যয় হয়েছে আড়াইশ কোটি রুপি।
১০ জুলাই মুক্তি পাওয়া ‘বাহুবালি’ বিশ্বব্যাপী প্রদর্শিত হচ্ছে চারটি
ভাষায় - তেলেগু, তামিল, মালায়াম এবং হিন্দিতে। প্রতিটি ভাষাতেই ভালো ব্যবসা করছে ‘বাহুবালি’।
শুক্রবার বিশ্বব্যাপী ৪০০০ হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনে সিনেমাটির হিন্দি সংস্করণ আয় করেছে ৫ কোটি ১৫ লাখ রুপি। বলিউড বিশ্লেষক তারান আদর্শের মতে, হিন্দি ভাষায় রুপান্তরিত সিনেমাগুলোর মধ্যে এটি সর্বোচ্চ আয়।
এছাড়া ‘বাহুবালি’র তেলেগু সংস্করণ প্রথম দিনেই ৫০ কোটি রুপি আয় করে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে। এর আগে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ৪৪ কোটি রুপি আয় করে তালিকার শীর্ষে ছিল।
ভারতের বাইরে ‘হ্যাপি নিউ ইয়ার’, এমনকি আমির খানের ‘পিকে’র চেয়েও ভালো ব্যবসা করছে ‘বাহুবালি’। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাব অর্জন করে নেবে সিনেমাটি।
সূত্র:- bangla.bdnews24.com
Movie: Bahuboli 2015
Size: 399.2 MB
Download: http:// goo .gl/4hcicc
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a web designer and learning development. http://wptechtune.blogspot.com http://webprojectbd.blogspot.com
ভুয়া