আপনার কম্পিউটার এবং Android এর Sound কাস্টমাইজেশন করার জন্য DFX Audio Enhancer v11113 pro

আস্‌সালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
অনেকদিন হয়ে গেল কোন প্রকার টিউন করতেছিনা, কারন আমি খুব ব্যস্ত ছিলাম আমার অফিস নিয়ে।
যাক আজ ছুটির দিনে একটা টিউন লিখব বলে আজ আপনাদের জন্য এই টিউন টি। এটি তেমন কোন বিশেষ সফটওয়্যার না, তবে  এর কয়েকটা বিশেষ কাজ আমার খুব ভাল লাগে তাই হয়তো আজ আপনাদের সাথে শেয়ার করা।

সফটওয়্যার টির নাম  DFX Audio Enhancer v11.113 
একটি পেইড সফটওয়্যার, যার দাম  ২৯.২৯ $ বাংলাদেশি টাকায় প্রায় ২৩৯৯ টাকা। চিন্তার কোন কারন নেই আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি প্রো ভার্সন।

নিচের লিঙ্ক থেকে আগে ডাউনলোড করে নিন
পিসির জন্য

অ্যান্ড্রয়েড এর জন্য

[Android ব্যবহারকারীরা শুধু ডাউনলোড করে ইন্সটল করেন আর ব্যবহার কিভাবে করবেন আপনারা আমার থেকে ভাল জানেন। ]

নাম তো শুনলেন এইবার কাম টা শুনবেন না?

DFX Audio Enhancer কাজ হলঃ

বিনোদনের জন্য আপনার সিস্টেম ব্যাপী HD মানের সাউন্ড প্রদান, সব পিসি অডিও প্লেব্যাক বাড়ায়.

যেখানে যেখােন কাজ করে এই সাউন্ড সিস্টেম

প্রায় সব ধরনের সাউন্ড সিস্টেম, অডিও, ভিডিও, খেলা ও সব ওয়েবসাইটে

●ইউটিউব ●আশার ●Netflix  ●Hulu ●Vimeo ●Last.fm ●Amazon.com ●ফেসবুক ●ইয়াহু ●TuneIn রেডিও  ●VEVO  ●আই টিউনস ট্রেইলার ●এবং প্রত্যেক ওয়েবসাইট মিডিয়া প্লেয়ার, ভিডিও চ্যাট,  ●আই টিউনস  ●Spotify  ●উইন্ডোজ মিডিয়া প্লেয়ার  ●স্কাইপ ●VirtualDJ ●VLC মিডিয়া প্লেয়ার ●উইনঅ্যাম্প ●কুইকটাইম প্লেয়ার  ●রিয়েলপ্লেয়ার ●DivX প্লেয়ার  ●GOM প্লেয়ার  ●JetAudio ●যেকোন সাউন্ড সম্বলিত সফটওয়্যারে।

এইবার আসেন ফুলভার্সন করবেনঃ
ডাউনলোড করে rar File টি Extract করে একটা ফোল্ডারে রাখুন।

  1. আমরা সবাই যেকোন সফটওয়্যার সেটাপ করতে পারি, স্বাভাবিক সফটওয়্যার এর মত সেটাপ দিবেন। তবে সেটাপ দেওয়ার সময় যদি Audio Icon সহ কোন driver install চায় তা হলে Yes দিবেন।
  2. সেটাপ দেওয়ার পর শেষ অংশ গিয়ে launch DFX option থাকলে টিক্ মার্ক তুলে দিয়ে finish Button click করুন.
  3. এখন্ Extract kora folder ফোল্ডার থেকে Keymaker থেকে keygen এ ডাবল ক্লিক করুন।
  4. Keygen program টি রান হলে generate Button এ ক্লিক করুন এবং ক্লোজ করে দিন।
  5. তারপর Start>All program>DFX Adudio Enhancer>Click.

বিঃদ্রঃ আপনার কম্পিউটারে যদি কোন এন্টিভাইরাস থাকে তাহলে এটি কিছুক্ষনের জন্য pause করে নি(Pause protection)

আপনাদের সুবিধার্থে স্ক্রিনশর্ট দিলাম।

 

 

ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় আগাম ঈদ মোবারক।

পূর্বে প্রকাশিত আমার এই ব্লগে

সময় পেলে আমার ব্লগ ও প্রযুক্তি বার্তা ফ্যান পেইজ  ঘুরে আসতে ছবিতে ক্লিক করতে পারেন।

 

 
 

Level 0

আমি রাজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানতে ও জানাতে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস