ফেসবুকম্যাড ম্যাক্স : ফিউরি রোড সম্ভবত আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। না দেখে থাকলে এখনই ডাউনলোড করে নিন, অস্থির একটা মুভি।
এই সিনেমার পারিপার্শ্বিক অবস্থা অনেকটা ইন্টারস্টেলার টাইপের। অর্থাৎ পৃথিবীর অবস্থা বেশি ভালো না। পানি টানি শেষ। Human Race বিপন্নের পথে। বিজ্ঞানের ভাষায় Post-Apocalyptic অবস্থা।
অবশ্য ইন্টারস্টেলারে সব মানুষকে বাঁচানোর চেস্টা করা হয়। এখানে মানুষই নাই, বাঁচাবে কাকে? নিজেদের বেঁচে থাকার কাহিনী নিয়ে একটা ট্রাক ভ্রমন নিয়েই সিনেমার প্রায় পুরোটুকু।
শুনতে বাজে মনে হলেও একশন মুভির কথা বলতে গেলে আমি প্রথমে ফিউরি রোডকেই রাখব।
অবশ্য এডিটিংটা কিছু জায়গায় একটু দুর্বল মনে হইছে। তবে খুবই চমৎকারভাবে ডিরেক্টেড।
একেকটা সিনেমায় থাকে ব্যাকগ্রাউন্ড মিউসিক। আর সিনেমায় আছে ফ্রন্টগ্রাউন্ড মিউসিক!!
অভিযান পরিচালনা করতে কি লাগে?
-গাড়ি? -অস্ত্র? -লোকবল? সবই আছে।
কিন্তু আমি নিশ্চিত, এই মুভি দেখার পর যে কেউ বলবে যে, অভিযানে যেতে এত কিছুর সাথে অবশ্যই একটা গিটারিস্ট আর তার ড্রামস দল দরকার। যে একটু পর পর বিট দিয়ে আগুনের ফুলকি বের করবে 😀
তবে সব কিছুকে ছাপিয়ে গেছে শিল্পীদের অভিনয়। নায়ক-নায়িকা থেকে শুরু করে ভিলেনের বউগুলা পর্যন্ত কেউ কারো থেকে কম ছিল না 😉
অবশ্য আমার ফেভারিট নিকোলাস হল্ট।
ওয়ার্ম বডিস মুভিতে তার প্রায় একই ধরনের একটা আধামরা মানুষের চরিত্র দেখার পর থেকে আমি তার বিশাল ফ্যান।
আর কিজন্য জানি টম হার্ডি মুখ দিয়ে একটু পর পর "হুম্ম" জাতীয় একটা অদ্ভুত শব্দ বের করেন। এগুলার সাথে সাথে কিছু খুব সুক্ষ কৌতুক সহজেই এই সুপার-ডুপার একশন ফিল্মটাকে যে অনেক উচুতে নিয়ে গেছে।
বাংলা সাবটাইটেলের ক্ষেত্রে কিছু শব্দ ইচ্ছা করেই অনুবাদ করা হয় নাই। এগুলা বাংলা করলে দেখতে ক্ষেত লাগবে। তবুও কোন শব্দের অর্থ না বুঝলে ডিকশেনারি তো আছেই। যেরকম আমার দুইটা লাগছে সাব বানানোর সময় :p। ১০০০ লাইনের মুভির সাব বানাইতে ডাবল সময় লাগছে। সাইনেক করতেই অর্ধেক সময় গেছে। এরপর আপলোড যখন দিতে যাব, তখন সাবসিন শুরু করল ঝামেলা।
যাই হোক, আপনাদের ভালো লাগলেই ভালো।
আর আমি ৫০০ এম্বির একটা Web_rip পৃন্টের ডাউনলোড দিলাম, যেটা hevc তে ইনকোড করা। আপনার কাছে অন্য পৃন্ট থাকলে অসুবিধা নেই। মুভিটা চালু করে ডাউনলোড করা zip ফাইলটা এক্সট্রাক্ট করে srt ফাইলটা মুভির উপর টেনে ছেড়ে দিবেন।
এক্ষেত্রে কথার সাথে সাব আগে-পরে হলে Kmplyer এ [ ] বাটন এবং PotPlayer এ < > চেপে আশা করি ঠিক করতে পারবেন। না থাকলে আপডেট ভার্ষন লিংকে ক্লিক করে নামিয়ে নিন।
কেউ চাইলে এন্ড্রয়েড ফোনে MX Player ব্যবহার করেও দেখতে পারেন। সেক্ষেত্রে SW Decoder সিলেক্ট করে নিতে হবে।
সাবটাইটেল ভালো লাগলে অবশ্যই একটা রেট দিবেন।
সাবসিনে একটা একাউন্ট খুলে আপনার রিসেন্ট ডাউনলোডে ক্লিক করলেই রেট করা যাবে।
আমার বানানো অন্যান্য সাব পাবেন আমার সাবসিন প্রোফাইলে।
ভালো থাকবেন।
#MadMax
মুভি বা সাবটাইটেল সম্পর্কে আপনাদের টিউমেন্ট জানালে ভালো লাগবে। আমাকে পাবেন ফেসবুক ও গুগল প্লাসে
আমার সকল টিউন পাবেন এখানে
আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই “Game of Thrones” এর অন্যান্য/আগের সেয়াসন গুলো আছে? এই সিরিয়াল টা আমার খুবই প্রিয় কিন্তু সব কিছু বুজতে পারি না 🙁 যদি দয়া করে অন্যান্য সেয়াসন গুলো আপলোড করেন তাহলে খুবই উপক্রিত হতাম।