অনেক দিন পর কিছু লিখতে বসলাম।
আমি যে সফট্যয়ার নিয়ে আসছি এটা একটা বিলিং সফট্যয়ার। জারা ডোমেন হোস্টিং ব্যবসা করেন তারা এই সফট্যয়ার এর সাথে পরিচিত।প্রিমিয়াম বিলিং সফটওয়্যারগুলোর মধ্যে whmcs বহুল ব্যবহারিত। এটার চমৎকার ক্লায়েন্ট ও এডমিন এন্টারফেস সব কিছুকে যেন অনেক সহজই করে দেয় । এখানে সাধারন ক্লাইন্টরা রেজিস্ট্রেশন করতে আপনার প্যাকেজ অর্ডার করতে পারবে। আপনি আপনার এডমিন প্যানেল থেকে বিভিন্ন অর্ডার ম্যানেজ, ক্লায়েন্ট কে মেইল পাঠানো, সবাইকে এক সাথে মেইল দিয়ে বিভিন্ন নোটি্স বা অফার জানানো, একাউন্ট সাস্পেন্ড বা টার্মিনেট ইত্যাদি করতে পারবেন।
এটা কিনতে/ব্যবহার করতে অনেকে অনেকে টাকা খরচ করতে হয়।আমি এটার নালড কপি আপনাদের সাথে শেয়ার করব। সফট্যয়ারটি ডাউনলোড করে আপনার সিপ্যানে এ ইন্সল করতে হবে। এই সফট্যয়ার টি ফ্রি ইউজ করতে পারবেন। এটা আমি ১ বছর ধরে ব্যবহার করি। কোন সম্যসা হয়নি। এটা ব্যবহার করে আপনে আপনার ক্লান্টমারকে ইনভয়েস পাঠাতে পারবেন। অর্ডার ম্যানেজম্যান্ট করতে পারবেন। সফট্যয়ার এর ফিচার আপনে এখানে পাবেন।
ডাউনলোডলিংক-
License : আপনার ডোমেন এর নাম দিবেন অথবা Leased-8937e71f3ce0991bd055
এটার ইন্টারফেস, সিটেম সব কিছুই মুগ্ধ করবে। সাথে থাকছে অসখ্য টেমপ্লেট ও মডিউল। যা দিয়ে আপনি আপনার পুরো ক্লায়েন্ট এরিয়াকে সাজিয়ে নিতে পারেন।
আমি অনেক দিন ধরে ভাবটেছিলাম টেকটিউন এ লিখব কিন্ত লেখা হয় নি। এটা আমার প্রথম লেখা ভুল হলে ক্ষমা করবেন। আজ এপর্যন্তই। আগামীতে আশা করি আরো আলোচনা করব। আপনাদের যদি কোন প্রশ্ন থাকে টিউমেন্ট করে জানাবেন।
আমি আরিফ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi i am a IT consultant. last 2 years i read it.
ভাই,কিভাবে হোস্তিং ব্যবসা শুরু করা যাই !
একটু বিস্তারিত বললে উপকৃত হব ।
আপনার ফেবু লিঙ্ক টা দিন।