কেমন আছেন সবাই? আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফাইল কনভার্ট করতে হয়। যেমন, PDF, HTML, Audio, Video,PSD ফাইল ইত্যাদি। এসব কনভার্ট করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন কনভার্টার। আর যদি প্রয়োজনের সময় এসব কনভার্টার হাতের কাছে না পাওয়া যায়, তাহলে শুরু হয় নতুন ঝামেলা। ইন্টারনেটে বহু খুঁজে নিতে হয় এগুলো। তাই এই সমস্যার সমাধান করতে আমি আপনাদের জন্য বিভিন্ন ফাইল কনভার্টার নিয়ে এলাম। নিচে থেকে যার যেটা প্রয়োজন দেরি না করে এখনি ডাউনলোড করে ফেলুন।
যেই সফটওয়্যারগুলোর পাশে{Run As Date} লেখা আছে, সেই সফটওয়্যারগুলো Run As Date সফটওয়্যার দিয়ে চালাতে হবে।নিচ থেকে সফটওয়্যারটি আপনার পিসির বিট অনুযায়ী ডাউনলোড করুন। Run As Date ডাউনলোড করার পর ওপেন করুন। তারপর আপনার সফটওয়্যারের .exe ফাইলের লোকেশন দিন। তারপর কিছুদিন পরের একটা তারিখ সিলেক্ট করুন। এবার একটা নাম দিয়ে Create Desktop Shortcurt এ ক্লিক করুন। যেই শর্টকার্টটি আসবে আপনাকে সেইটা দিয়ে সফটওয়্যার ওপেন করতে হবে। আপনি যেই তারিখ সিলেক্ট করবেন সেই তারিখ পর্যন্ত সফটওয়্যারটি চলবে।
সৌজন্যেঃ টিপস ওয়ার্ল্ড | ফেসবুকে একটা লাইক দিয়েন।
আমি আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vaiya amar akta video size converter dorkar …
apnar kasa thakla link deban plz..
tune ar jonno thanks