প্রয়োজনীয় কিছু বাংলা বই ডাউনলোড করে নিন

বাংলা বই ডাউনলোড করার জন্য আর এখানে সেখানে ঘুরতে হবে না আপনাকে। এক জায়গাতেই পাবেন অনেক অনেক বাংলা বই। সবকয়টি বাংলা বই ডাউনলোড করতে পারবেন একেবারে বিনামূল্যে। বই ডাউনলোডের জন্য আপনাকে কোন ঝামেলাও সহ্য করতে হবে না। কারণ বইগুলো মিডিয়াফায়ারে আপলোড করা আছে।

প্রথমেই শুরু করি আমাদের প্রিয় লেখক, প্রিয় মানুষ হুমায়ূন আহমেদ স্যারের বই দিয়ে। আমি বইগুলোর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি। সবগুলো বই মিডিয়াফায়ারে আপলোড করা হয়েছে। ডাউনলোড করতে কোন সমস্যা হাওয়ার কথা না। তাও যদি কোনরক্ম সমস্যা হয় তাহলে আপনি যোগাযোগ করুন [email protected] এ।

হুমায়ূন আহমেদ স্যার তার হিমু সিরিজ এবং মিসির আলী সিরিজ লেখার জন্য বিখ্যাত। হিমুকে তিনি পাঠকদের সামনে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে পাঠক হিমুর যেকোন বই পড়তে পড়তে নিজেকেই হিমু ভাবা শুরু করে। অনেকে তো হলুদ পাঞ্জাবি আর খালি পায়ে রাস্তাতেও বেরিয়ে পড়ে!
হিমু সিরিজের বইগুলোঃ

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। উপরে যে কয়েকটি বই এর ডাউনলোড লিঙ্ক দিলাম সবকয়টি বই আমি পড়েছি। হুমায়ূন আহমেদের বইগুলো পড়ার সময় মনের ভেতরে অন্যরকম অনুভুতি কাজ করে। প্রতিটা বই পড়েই আপনি মজা পাবেন, নতুন কিছু জানতে পারবেন, হিমুর পরিচয় সম্পর্কে আরো ক্লিয়ার হবেন। আরো কয়েকটি হিমু সিরিজের বই বাকি থেকে গেলো। অন্য নামগুলো মনে করতে পারছিলাম না তাই প্রয়োজনীয় সেই বইগুলো দেয়া হয়নি। আপনি নাম মনে করে দিয়ে আমাকে সাহায্য করুন। টিউমেন্ট তথা টিউমেন্ট করুন। তাছাড়া আপনার যেকোন সমস্যার কথা জানিয়ে আমাকে মেইল করতে পারেন admin@lekhapora.org এ।
 শুধু হিমু সিরিজের না, মিসির আলী সিরিজের বই দেয়ার ইচ্ছেও ছিলো। কিন্তু তাতে টিউন অনেক বেশি বড় হয়ে যাবে তাই দিলাম না। অন্য একটা টিউনে মিসির আলী সহ হুমায়ূন আহমেদ স্যারের আরো ৫০ টি বইয়ের ডাউনলোড লিঙ্ক দিবো ইনশা আল্লাহ।মুহম্মদ জাফর ইকবাল

সায়েন্স ফিকশন লেখার জগতে তিনি একচ্ছত্র সম্রাট। তার লেখা বেশ কয়েকটি সায়েন্স ফিকশন আমার অনেক অনেক প্রিয়। তাছাড়া লেখক হিসেবে আমার কাছে হুমায়ূন আহমেদ স্যারের পরেই তার অবস্থান। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, মুহম্মদ জাফর ইকবাল আর হুমায়ূন আহমেদ আপন দুই ভাই। আজ জাফর ইকবাল স্যারের কয়েকটি বই এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম। পছন্দমতো ডাউনলোড করে নিন। কোন বই ডাউনলোড করতে সমস্যা হলে আমাকে মেইল করুন।

স্যারের বইঃ

মুহম্মদ জাফর ইকবাল স্যারের যে কয়টি বই ডাউনলোডের জন্য শেয়ার করেছি তার ভেতরে প্রায় সবগুলোই সায়েন্স ফিকশন। কয়েকটি আছে শিশুদের জন্য। ছোট সায়েন্স ফিকশন হিসেবে আছে স্বপ্ন। জাফর ইকবালের জীবনের মজার ছয়টি ঘটনা রয়েছে ছয়টি মজার ঘটনা বইয়ে।

আমার ব্লগ ভিজিট করতে চাইলে এখানে ক্লিক করুন 

Level 0

আমি দেলোয়ার হোসেন দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবচেয়ে রোমান্টিক কোনটা?

Level New

thanks

এটা কি টিউন করছেন? ডাইরেকট ডাউনলোড লিংক না দিয়ে শুধু ঘুরাইতাছেন। এটা সম্পূর্ণ টেকটিউনস নীতিমালা বিরোধী। সুতরাং টিউন ডিলেট হওয়ার আগেই লিংকগুলো সংশোধন করে ডাইরেক্ট লিংক দেন। টেকটিউনসে আসতে না আসতেই যদি এসব শুরু করেন তাহরে আপনাদের কাছ থেকে মানুষ আশা করবে কী?

LOL… Is It Really Your Blog….? If Yes Then Your Techtunes ID Is Fake….. 😛

http://postimg.org/image/bqanevr81/

http://postimg.org/image/st1klrr4j/

যদি ডিরেক্ট link দিতে না পারেন তবে টিউন করেন কেন ?

নিস্পাপ হ্যাকার ভাই, আপনিও পারেন, দিলেন তো সবার সামনে প্যান্ট খুইল্লা। 😛