আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউনিলিটিস সফটওয়্যার ইউজ করি।আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই।আমার এক পরিচিত ভাইয়া আছে।তার পিসিটা ৭-৮বৎসরের পুরানো।তিনি সকালে ঘুম থেকে উঠে পিসি অন করে মুখ ধুতে যান।তিনি ফ্রেশ হতে হতে তার পিসি চালু হয়।যাই হোক আমি আপনাদের দেবো একটি সফটওয়্যার যার সাহায্যে আপনারা কিছুটা হলেও এই যন্ত্রনা হতে মুক্তি পেতে পারবেন,চলুন চলে যাই সচিত্র বর্ননায়।
১.Memturbo হচ্ছে একটি জনপ্রিয় পিসি আর RAM ওপটিমাইজিং সফটওয়্যার।
২.এটির সাহায্যে আপনি পিসির RAM ওপটিমাইজ ও ডিফ্রেগমেন্ট করতে পারবেন যেটি আপনার অপ্রয়োজনে ব্যবহৃত RAM ফিরিয়ে আনবে।
৩.CPU Rocket এর সাহায্যে আপনি আপনার পিসির এক্সট্রিম পারফরমেন্স নিশ্চিত করতে পারবেন।তাই নিজেই টিউন করুন আপনার পিসিকে।
৪.Chache Tuning এর মাধ্যমে আপনার পিসির পারফরমেন্স অটোমেটিক Boost up হবে,জাস্ট সবগুলো খালি ঘরে টিক দিয়ে দিন।
৫.Configure option এর সাহায্যে মনের মত কনফিগার করে নিন আপনার Memturbo.
৬. PC tuneup এ রয়েছে কিছু স্পীড আপ অপশন যা আপনারা ব্যবহার করলেই বুঝবেন।
৭.এর আছে উইন্ডোজ টাস্ক ম্যনেজার এর মত একটি টাস্ক ম্যনেজার,কাজ কিন্তু একই।
৮.কোন অপশন না বুঝলে আছে অত্যান্ত চমৎকার একটি হেল্প সাপোর্ট।
তো আর দেরি না করে ঝটপট ডাউনলোড করুন মাত্র ১.৫mb এর সফটওয়্যারটি।
অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ আকাশ ভাই, আমি ডাউনলোড করতেছি দেখি কেমন। সিরিয়াল কি আছে সাথে? ভাই আমার সার্ভার পিসি নষ্ট এই পিসিতে কনো সফট নাই। খুব ঝামেলায় আসি।
ভালো থাকুন, ধন্যবাদ