যেকোন ওয়েব সাইটের অফলাইন ভার্সন তৈরি করুন খুব সহজে। 3.6Mb -র একটি সফটওয়্যার দিয়ে।

আসসালামু আলাইকুম,

প্রিয় টেকটিউন বন্ধু! ঈদের আনন্দ আর স্মজনদের স্নেহ-ভালবাসা দীর্ঘ হোক সবার জীবনে। আগাম ঈদের সুভেচ্ছ জানিয়ে শুরু করছি আজকের আমার টিউনটি।

টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন এটি একটি সফটওয়্যার যা দিয়ে যে কোন ওয়েবসাইটকে ডাউনলোড করে রাখা যায়। ‍সফটওয়্যারটি আমার বেশ কাছে লেগেছে। আমি অনেক দিন ধরেই খুজছিলাম এমন একটি সফওয়ার যার সাহায্যে আমি কিছু প্রয়োজনীয় সাইট ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করতে পরি। যেমন যারা ওয়েব ডিজাইন খুটিনাটি নিয়ে বার বার ওয়েব সার্চ করেন তারা W3schools.com সাইটটি ডাউনলোড করে পিসিতে রাখেতে পারেন। কোন কিছু দেখা বা শেখার প্রয়োজন হলে অপেন করেই দেখে নিতে পারবেন। ওয়েবে যেতে হলো না।

  • কোন পেজ ভাঙবে না।
  • সব লিংক কাজ করবে।
  • লোডিং নিয়ে চিন্তা নেই।

সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোক করে নিন।

সাভাবিক নিয়মে ইনস্টল করে নিন।

অপেন হওয়ার পর Add url নামে একটি বক্স আসবে সেখানে আপনার সাইট এর url টি বসিয়ে দিন।

নোটি-

  1. যদি কোন কারণ বসত আপনার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় তাহলে ভয়ের কিছুই নেই। কারণ সফটওয়্যারটিতে Resume অপশন আছে অথ্র্রাৎ- যেখানে গিয়ে ডিসকানেক্ট হয়েছে সেখান থেকেই পুনঃরায় আরম্ভ হবে।
  2. অথবা আপনি যদি চান যে পুরা সাইট কপি করব না তাহলে যেটুক আপনার দরকার ডাউনলোড করে ডিসকানেক্ট করে দিনে।

নুতন কিছু শেখার আনন্দ শত ঈদের আনন্দের চেয়েও আমার কাছে অনেক বেশি।

আমার ব্লগটি ভুলবেন না।

Level 0

আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সূন্দুর

Level 0

ভাই সফটওয়্যারের নামটাই তো বললেন না! সফটওয়্যারটা আসলে কোনটা সেইটা ডাউনলোড দিয়ে দেখতে হল।

রায়হান চৌধুরী Vai amaka apnar Blog ar moto akta Blog baneya deban plz

thank bro…. dorkar chilo

আমি ডাউনলোড দিলাম এবং ইউজ করছি, এটা আমার প্রয়োজন ছিল , ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।