আসসালামু আলাইকুম,
প্রিয় টেকটিউন বন্ধু! ঈদের আনন্দ আর স্মজনদের স্নেহ-ভালবাসা দীর্ঘ হোক সবার জীবনে। আগাম ঈদের সুভেচ্ছ জানিয়ে শুরু করছি আজকের আমার টিউনটি।
টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন এটি একটি সফটওয়্যার যা দিয়ে যে কোন ওয়েবসাইটকে ডাউনলোড করে রাখা যায়। সফটওয়্যারটি আমার বেশ কাছে লেগেছে। আমি অনেক দিন ধরেই খুজছিলাম এমন একটি সফওয়ার যার সাহায্যে আমি কিছু প্রয়োজনীয় সাইট ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করতে পরি। যেমন যারা ওয়েব ডিজাইন খুটিনাটি নিয়ে বার বার ওয়েব সার্চ করেন তারা W3schools.com সাইটটি ডাউনলোড করে পিসিতে রাখেতে পারেন। কোন কিছু দেখা বা শেখার প্রয়োজন হলে অপেন করেই দেখে নিতে পারবেন। ওয়েবে যেতে হলো না।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোক করে নিন।
সাভাবিক নিয়মে ইনস্টল করে নিন।
অপেন হওয়ার পর Add url নামে একটি বক্স আসবে সেখানে আপনার সাইট এর url টি বসিয়ে দিন।
নোটি-
নুতন কিছু শেখার আনন্দ শত ঈদের আনন্দের চেয়েও আমার কাছে অনেক বেশি।
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সূন্দুর