আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশাকরি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর আমি এইটিউনে আপনাদের সাথে শেয়ার করব, zd screen record সফটওয়্যার এর নিউ ভার্সন, এবং সাথে আজীবন ব্যবহার করার জন্য শেয়ার করব serial key. তো চলুন শুরু করি।
প্রিয় ভিজিটর আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য অনেকেই zd screen record software ব্যবহার করি। কারন এই সফটওয়্যার অনেকের ব্যবহার করা খুব সহজ। কীবোর্ড থেকেই এই সফটওয়ারের সব কিছু কন্ট্রোল করা যায়। যেমনঃ ভিডিও রেকর্ড করা, ভিডিও বন্ধ করা, এমন কি ভিডিও টি সঠিক সময়ে বন্ধ হয়ে যাবে এমন কমান্ড ও ব্যবহার করতে পারবেন।
প্রিয় ভিজিটর এই সফটওয়্যারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা আপনি সর্বোচ্চ এক মাস ব্যবহার করতে পারবেন। এর বেশি ব্যবহার করতে হলে আপনাকে সফটওয়্যারটি টাকা দিয়ে কিনতে হবে। প্রিয় ভিজিটর বর্তমানে সফটওয়্যারটি আজীবন ব্যবহার করার জন্য অনেক crack ফাইল তৈরি হয়েছে, কিন্তু এই crack ফাইল গুলি ব্যবহার করে আপনি সাধীন ভাবে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না। মানে আপনাকে অনেক সমস্যাই পোহাতে হবে। প্রিয় ভিজিটর আমি আপনাদের সাথে এই zd screen recorder সফটওয়্যার এর করব।
তো প্রিয় ভিজিটর নিচের লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন দিন হবে না, আসলে গুগলে সার্চ দিলে এধরনের সফটয়্যার অনেক পাওয়ায়, কিন্তু ফুল ভার্সন করাটাই কঠিন সেটা আমরা সবাই জানি, তো আপনি বলেছেন– যে ভিডিওটা দেখে ওখান থেকে বসান, তো আপনার টিউন করার মানে কি? তাইলে আমরাই পারি ট্রায়াল টা নামিয়ে ইউটিউব থেকে বসাতে পারি, তার পর ধন্যবাদ। আশাকরি পরবর্তীতে এ বিষয়ে খেয়াল রাখবেন। এটা আমি অনেক আগ থেকে ব্যবহার করি, খুব ভাল সফট, তো আপনাদের সুবিধার্থে সিরিয়াল কি দিলাম 100% কাজ করবে। Name: TorReviver Email: [email protected] Key: D1YKC-74BE7-696AC-Q8DEE-8ACD8
1 mash por uninstall kore jodi abar install kori…?