এন্ড্রয়েড ফোনে যারা প্লে স্টোর চালিয়ে অভ্যস্ত তাদের জন্য নিয়ে আসলাম ‘পিসি এপ স্টোর’

প্লে স্টোর চালাইনি এমন কোনো এন্ড্রয়েড ইউজার খুজে পাওয়া মুশকিল হবে। যেকোনো এপস্‌ ডাউনলোড করার জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম এটি। আজকে আমি আপনাদের সাথে এন্ড্রয়েডের প্লে-স্টোর নিয়ে বকবক করবো না। তবে আপনার স্বাদের পিসির জন্য নিয়ে এসেছি পিসি এপস্‌ স্টোর। অনেক জটিল সব ফিচার পাবেন এই এপস্‌ এ-
চাইলেই সহজেই যেকোনো এপস্‌ ডাউনলোড করতে পারবেন, এর সবচেয়ে বড় সুবিধা হলো যেকোনো নতুন এপস্‌ রিলিজ হলে তা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। চলুন তাহলে এর ফিচারগুলো দেখে নেই-
Apps Name: Pc App Store
Publisher: Baidu Online Network Technology
ডাউনলোড করুন  এখান থেকে
ফিচারসমূহ-
-সহজেই যেকোনো এপস্‌ ডাউনলোড করতে পারবেন
-কোনো এপস্‌ এর নতুন ভার্শন বের হলে তা আপনাকে জানিয়ে দিবে
-আপনার ইনস্টল করা এপস্‌ খুব সহজেই এখান থেকে রিমোভ করতে পারবেন
-সহজেই যেকোনো এপস্‌ খুজে পেতে রয়েছে সার্চ এঞ্জিন বার
-যেকোনো লেটেস্ট গেম পেতে পারবেন খুব সহজেই
-ক্যাটাগরি অনুযায়ী এপস্‌ খুজে পেতে পারবেন সহজে
-এছাড়া আপনার পিসির জন্য জটিল সব ওয়ালপেপার কালেকশন করতে পারবেন এখান থেক।
-এক কথায় অসাধারন
ইন্টারফেস পরিচিতি- 
আপনার পছন্দের ক্যাটাগরি করে  ডাউনলোড করতে পারবেন-
যেকোনো এপস্‌ সহজেই আপডেট করতে পারবেন-
সহজেই গেম ডাউনলোড করতে পারবেন-
ডাউনলোড করুন  এখান থেকে
আশা করি ভালো লাগবে।অনেক বকবক করলাম। আজকের মতো এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
প্রথম প্রকাশিত এখানে
ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন-
ধন্যবাদ সবাইকে-

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাংকস ওনেক ভাল হয়েছে

vai backup raka jaebe