কম্পিউটার ব্যবহার করেন, আর শর্টকাট বা অটোরান এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অসম্ভব। আপনারা হয়ত অনেক অ্যান্টি ভাইরাস ব্যবহার করেন কিন্তু অ্যান্টি ভাইরাস এগুলো দূর করতে পারেনা। আসলে এটি এক ধরনের সুপ্ত ভাইরাস। তাই অ্যান্টি ভাইরাস দিয়ে দূর করা সম্ভব না। অনেকের কম্পিউটার এ এই ভাইরাস আক্রান্ত হলে চোখ বন্ধ করে উইন্ডোজ সেট-আপ দেয়। এই ভাইরাস আপনার পেন ড্রাইভ এর সব ফাইল নষ্ট করে ফেলে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম usbfix নামের একটি সফটওয়্যার। সাইজ মাত্র ৩ মেগা বাইট। এটি সম্পূর্ণ ফ্রী সফটওয়্যার, এবং এটি দিয়ে খুব সহজেই আপনি অটোরান ও শর্টকাট ভাইরাস দূর করতে পারবেন।
নিচে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করু ন।
ইন্সটল করার পর, নিচের মত একটা ইন্টারফেস আসবে।
এটির নাম usbfix দেখে মনে করার কোন কারন নেই যে এটি শুধু USB তে কাজ করবে। এটি আপনার কম্পিউটার এর সব অটোরান ও শর্টকাট ভাইরাস দূর করবে।
কিভাবে এটি ব্যবহার করবেন সেটি দেখে নিন একটু
১। আপনার কম্পিউটারে পেন ড্রাইভ বা মেমোরি কার্ড লাগিয়ে সফটওয়্যার টি ওপেন করুন এবং Clean বাটন এ ক্লিক করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে সফটওয়্যার টি কম্পিউটার স্ক্যান করা শুরু করে দিবে। একটু অপেক্ষা করুন, স্ক্যান শেষ হলে সফটওয়্যার টি ইন্টারফেস মোডে ফিরে যাবে।
২। Vaccinate অপশন টি ব্যবহার করে আপনি চাইলে আপনার ইউএসবি ডিভাইস গুলো Vaccinate করতে পারবেন।
নিচে ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করু ন।
নিয়ে নিন কম্পিউটারের জন্য সেরা ডিকশনারি ফ্রী
বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে
WINDOWS 8/8.1 এর START মেনু WINDOWS XP/7 এর মত করবেন যেভাবে
এবার মাত্র ১ MB এর রেম বুস্টার দিয়ে পিসি ফাস্ট করুন
UTORRENT 3.4.2 BUILD 38913 এর PRO VERSION নিয়ে নিন একদম ফ্রিতে !
এবার পিসিতে 1 GB’র ফাইলকে মাত্র 10 mb বানিয়ে ফেলুন এবং হার্ড ডিস্ক এ বেশী ফাইল রাখুন
নিয়ে নিন কম্পিউটারের জন্য সেরা ডিকশনারি ফ্রী (PORTABLE VERSON)
নিয়ে নিন একসাথে WINRAR এবং WINUTILITES একসাথে (আপদেট+ফুল ভার্সন)
আমি আসিফ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 133 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।