আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আসেন। আজ আমি আপনাদের মাঝে একটি সফটওয়্যার শেয়ার করব। সফটওয়্যারটির নাম হল DVD-Cloner। এটি আসলেই অনেক কাজের সফটওয়্যার। আপনারা অনেকই এই সফটওয়্যারটি ব্যবহার করেছেন। যারা ব্যবহার করেছেন তারা এখনি ২০১৫ এর আপডেট ভার্সনটি ডাউনলোড করে নিন। এর যারা আগে ব্যবহার করেন নি, তারা এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। নিচে চলুন দেখে নিন সফটওয়্যারটির সম্পর্কেঃ
DVD-Cloner 2015 হল ১ নম্বর ডিভিডি বার্নিং সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন গতির স্পিডে তুলনামূলক কম সময়ে ডিস্ক রাইট করা যাবে। দাঁগ পড়েছে, এমন ডিস্কও হুবুহু কপি করা যাবে নতুন/ব্ল্যাংক ডিস্কে। মুভিপ্রেমীরা একাধিক মুভির ফাইল ডিস্কে কপি করে সংরক্ষণ করতে চাইলে পছন্দমতো মেনু যুক্ত করতে পারবেন। ফলে কোন ফাইলটি কোন মুভির, তা জানতে প্লে করে দেখতে হবে না। আর এ সফটওয়্যার ব্যবহারের জন্য সাধারণ মানের কম্পিউটার হলেই চলবে।
ডিভিডি ক্লোনারের কিছু বৈশিষ্ট্য:
ডিভিডি ক্লোনার ২০১৫ সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন গতির স্পিডে তুলনামূলক কম সময়ে ডিস্ক রাইট করা যাবে।
নষ্ট ডিস্ক হুবুহু কপি করা যাবে নতুন/ব্ল্যাংক ডিস্কে।
একাধিক মুভির ফাইল ডিস্কে কপি করে সংরক্ষণ করতে চাইলে পছন্দমতো মেনু যুক্ত করতে পারবেন।
এই সফটওয়্যারটি সাপোর্ট করবেঃ
Windows XP.
Windows 7 (32 Bit & 64 Bit)
Windows 8 (32 Bit & 64 Bit)
ব্যবহার করার নিয়ম ; ডাউনলোড ফাইলে install করার নিয়ম দেয়া আছে। ইনস্টল করার পর ওপেন করুন আর কপি করুন। screenshoot এর দরকার হবে না।
ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে DVD-Cloner 2015 ফুল ভার্সন।
please use firefox or internet explorer for download
নিয়ে নিন কম্পিউটারের জন্য সেরা ডিকশনারি ফ্রী
বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে
WINDOWS 8/8.1 এর START মেনু WINDOWS XP/7 এর মত করবেন যেভাবে
এবার মাত্র ১ MB এর রেম বুস্টার দিয়ে পিসি ফাস্ট করুন
UTORRENT 3.4.2 BUILD 38913 এর PRO VERSION নিয়ে নিন একদম ফ্রিতে !
এবার পিসিতে 1 GB’র ফাইলকে মাত্র 10 mb বানিয়ে ফেলুন এবং হার্ড ডিস্ক এ বেশী ফাইল রাখুন
নিয়ে নিন কম্পিউটারের জন্য সেরা ডিকশনারি ফ্রী (PORTABLE VERSON)
নিয়ে নিন একসাথে WINRAR এবং WINUTILITES একসাথে (আপদেট+ফুল ভার্সন)
আমি আসিফ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 133 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।