অ্যাডবি সিসি ২০১৫ ডাউনলোড (ঝামেলাবিহীন)

টিউনের পূর্বেই বলে নেই, অ্যাডবি সিসি ২০১৫ সম্পর্কে টিটিতে প্রথম টিউন করেন   ভাই। তার টিউনের লিঙ্ক এখানে

তো, প্রশ্ন জাগতেই পারে যে, একই টিউন আবার করার মানে কী?

আসলে আমার টিউনটি তার টিউন থেকে অতি সামান্যই আলাদা তবে ইফেক্টিভ। মূল পার্থক্য হল ডাউনলোড লিঙ্কে। সানিম ভাই তার টিউনে অ্যাডবির অফিশিয়াল সাইটের ডাউনলোড লিঙ্ক দিয়েছেন। আর আমি সেই ফাইলগুলোই অন্য ফাইল সার্ভারে আপলোড দিয়েছি, তাই অ্যাডবি-তে গিয়ে ঝামেলা করার দরকার নাই। তাছাড়া, অ্যাক্টিভেশনেও একটু পার্থক্য রেখে টিউনটি করছি। তার টিউনে একজন বলেছেন যে অ্যাক্রোবেট নাকি অ্যাক্টিভেট করা যায় না। আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব।

অ্যাডবি সম্পর্কে আপনারা সবাই জানেন, তাই ভ্যাজর ভ্যাজর না করে সরাসরি ডাউনলোড লিঙ্ক দিচ্ছি।

ডাউনলোড

অ্যাডবি সিসি ২০১৫উইন্ডোজম্যাক
সাইজফাইলসাইজফাইল
অ্যাডবি সিসি সিস্টেম রিক্যুয়ারমেন্ট

*ম্যাক এর ফাইলগুলো আপলোড চলছে। আপলোড পূর্ণ হলে লিঙ্ক আপডেট করা হবে।

ফটোশপ সিসি ২০১৫ (৩২ বিট)৬৯৩ মেগাডাউনলোড
ফটোশপ সিসি ২০১৫ (৬৪ বিট)৭৯৭ মেগাডাউনলোড৮২৬ মেগাডাউনলোড
ইলাস্ট্রেটর সিসি ২০১৫ (৩২ বিট)১.৬ গিগাডাউনলোড
ইলাস্ট্রেটর সিসি ২০১৫ (৬৪ বিট)১.৭ গিগাডাউনলোড১.৭ গিগাডাউনলোড
ইনডিজাইন সিসি ২০১৫ (৩২ বিট)৪৬০ মেগাডাউনলোড
ইনডিজাইন সিসি ২০১৫ (৬৪ বিট)৪৯৫ মেগাডাউনলোড৫৪০ মেগাডাউনলোড
ইনকপি সিসি ২০১৫ (৩২ বিট)৪৫৪ মেগাডাউনলোড
ইনকপি সিসি ২০১৫ (৬৪ বিট)৪৮৮ মেগাডাউনলোড৫২৪ মেগাডাউনলোড
ড্রিমওয়েভার সিসি ২০১৫ (৩২ বিট)৩৩০ মেগাডাউনলোড
ড্রিমওয়েভার সিসি ২০১৫ (৬৪ বিট)৪১৭ মেগাডাউনলোড৩১১ মেগাডাউনলোড
ফ্ল্যাশ প্রোফেশনাল সিসি ২০১৫৮৫৫ মেগাডাউনলোড৯৫৬ মেগাডাউনলোড
প্রিমিয়ার প্রো সিসি ২০১৫৭৯৮ মেগাডাউনলোড৯৪১ মেগাডাউনলোড
আফটার ইফেক্টস সিসি ২০১৫১.৩ গিগাডাউনলোড১.৩ গিগাডাউনলোড
অডিশন সিসি ২০১৫৩১৯ মেগাডাউনলোড৩৪০ মেগাডাউনলোড
প্রিল্যুড সিসি ২০১৫৩৮৪ মেগাডাউনলোড৩৯২ মেগাডাউনলোড
স্পিডগ্রেড সিসি ২০১৫৩৩৯ মেগাডাউনলোড৩৬০ মেগাডাউনলোড
মিডিয়া এনকোডার সিসি ২০১৫৫২৬ মেগাডাউনলোড৬৫৭ মেগাডাউনলোড
ম্যুজ সিসি ২০১৫২০১ মেগাডাউনলোড২৭০ মেগাডাউনলোড
এজ অ্যানিমেট সিসি ২০১৫১৪৯ মেগাডাউনলোড১৩৭ মেগাডাউনলোড
এজ কোড সিসি প্রিভিউ৩৭ মেগাডাউনলোড৪৩ মেগাডাউনলোড
এজ ইন্সপেক্ট সিসি৩০ মেগাডাউনলোড২৮ মেগাডাউনলোড
এজ রি-ফ্লো সিসি প্রিভিউ (৩২ বিট)৩২ মেগাডাউনলোড
এজ রি-ফ্লো সিসি প্রিভিউ (৬৪ বিট)৩২ মেগাডাউনলোড৩৪ মেগাডাউনলোড
ব্রিজ সিসি (৩২ বিট)৩১৪ মেগাডাউনলোড
ব্রিজ সিসি (৬৪ বিট)৩৪৯ মেগাডাউনলোড৩৭০ মেগাডাউনলোড
স্কাউট সিসি১৭ মেগাডাউনলোড১৩ মেগাডাউনলোড
ড্রাইভ সিসি৩৭৫ মেগাডাউনলোড২১৪ মেগাডাউনলোড
এক্সটেনশন ম্যানেজার সিসি১০৮ মেগাডাউনলোড১০৩ মেগাডাউনলোড
সিসি ডেস্কটপ অ্যাপ২০৩ মেগাডাউনলোড১৮৭ মেগাডাউনলোড
সিসি ২০১৫ এর অন্যান্য টুলস
অ্যাক্রোব্যাট ডিসি প্রো৫৪৫ মেগাডাউনলোড৫১৮ মেগাডাউনলোড
লাইটরুম সিসি ২০১৫৭৪৪ মেগাডাউনলোড৭২৭ মেগাডাউনলোড
ক্যামেরা র২৪৭ মেগাডাউনলোড২১৪ মেগাডাউনলোড
ফ্ল্যাশ বিল্ডার ৪.৭ প্রিমিয়াম১ গিগাডাউনলোড১.১ গিগাডাউনলোড
ফায়ারওয়ার্কস সিএস ৬৪৩৮ মেগাডাউনলোড৬২৭ মেগাডাউনলোড
এনকোর সিএস ৬ (আরো তথ্য)১.১ গিগাডাউনলোড১.৬ গিগাডাউনলোড
এক্সটেন্ড স্ক্রিপ্ট টুলকিট৯৪ মেগাডাউনলোড৯৬ মেগাডাউনলোড
এক্সচেঞ্জ প্যানেল টুলকিট৭৯ মেগাডাউনলোড৯০ মেগাডাউনলোড
সিসি প্যাকেজার৩ মেগাডাউনলোড৪ মেগাডাউনলোড
গেমিং এসডিকে২৯৬ মেগাডাউনলোড৩১৫ মেগাডাউনলোড
টাচ অ্যাপ প্লাগিন৪ মেগাডাউনলোড৮ মেগাডাউনলোড
অ্যাক্টিভেটর
অ্যাডবি সিসি প্যাচার১.১ মেগাDownload

ফুল ভার্শন করার পদ্ধতি

১. ফাইলগুলো ডাউনলোড হওয়ার পরে, নেট ডিসকানেক্ট করে দিন।

২. ট্রায়াল কপি হিসেবে সফটওয়্যার ইনস্টল করুন।

        

৩. ইনস্টল হওয়ার পর, সফটওয়্যারটি ওপেন করুন।

৪. ট্রায়াল কপি হিসেবে কনফার্ম হওয়ার পর, সফটওয়্য্যারটি ক্লোজ করে দিন।

৫. প্যাচার ফাইলটি ওপেন করুন।

৬. ডাউন অ্যারোতে স্ক্রল করে একেবারে শেষে “try to find another product with the amtlib  file” খুঁজে পাবেন।

৭. শুধুমাত্র ৬৪ বিটের সফটওয়্যারের জন্য “try to find another product with the amtlib file (64-Bit)” ব্যবহার করুন।

৮. ৩২ বিট এবং যেগুলেতে বিটের উল্লেখ নেই সেইসব সফটওয়্যারের জন্য “try to find another product with the amtlib file (32-Bit)” ব্যবহার করুন।

৯. “Patch” বাটনে ক্লিক করুন।

      

১০. প্যাচারকে ইনস্টলেশন ফোল্ডারে ‘amtlib.dll’ এই ফাইলটি দেখিয়ে দিন।

১১. আপনার প্যাচ শেষ হয়ে গেলে, নেট কানেক্ট দিতে পারেন।

১২. সব সফটওয়্যারেরই অ্যাক্টিভেশন প্রক্রিয়া একই (অ্যাক্টিভেশন স্ক্রিন ভিন্ন হতে পারে, তবে নিয়ম একই)।

 

অন টপিক

১. ডাউনলোডের লিঙ্ক যেহেতু ফাইল শেয়ারিং সাইটে দেয়া হয়েছে, তাই এতে বিরক্তিকর অ্যাড শো করবে। অ্যাড থেকে মুক্তি পেতে গুগল ক্রোম, ইউসি ব্যবহারকারীরা ইউব্লক অরিজিন , ফায়ারফক্স ব্যবহারকারীরা ইউব্লক অরিজিন, অপেরা ব্যবহারকারীরা ইউব্লক অরিজিন ব্যবহার করতে পারেন। এতে আপনি অ্যাড ছাড়াই এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন।

২. ডাউনলোড রিজ্যুম করা যাবে। নেট কানেকশন চলে গেলে বা অন্য কোনো কারনে ডাউনলোড বন্ধ হয়ে গেলে পুনরায় রিজ্যুম করা যাবে। সাধারনত রিজ্যুম করতে কোন আলাদা কাজ করতে করতে হয়না। তবে যদি কোনো কারণে রিজ্যুম না হয়, তা সমাধানেরও উপায় আছে। এক্ষেত্ত্রে পুনরায় এখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে এক্সাক্ট ডাউনলোড লিঙ্ক জেনারেট করতে হবে, এবং সেই লিঙ্কটি কপি করে পূর্বের ডাউনলোডকৃত ফাইলের লিঙ্কে পেস্ট করতে হবে। এরপর রিজ্যুম দিলেই ফাইল রিজ্যুম হবে।

৩. এখানের অ্যাক্টিভেশন পদ্ধতির থেকে সানিম ভাইয়ের অ্যাক্টিভেশন পদ্ধতি বেশি নিরাপদ (যদিও একটু ঝামেলাপূর্ণ)।

৪. ডাউনলোড করার জন্য আই.ডি.এম. এর তুলনা নেই। আই.ডি.এম. ৬.২৩ বিল্ড ১২ এর ফুল ভার্শন এখান থেকে ডাউনলোড করতে পারেন।

৫. ফাইল আনজিপ করার জন্য উইনরার ৫.২১ ডাউনলোড করতে পারেন।

অফ টপিক

১. যারা নিজের মনমত নাম দিয়ে (কাস্টমাইজড) ইউআরএল শর্ট করতে চান তারা এই সাইটে (যদিও সাইটের নিজের ইউআরএল-ই অনেক বড়) যেতে পারেন।

২. নতুন সাইট তৈরি করলাম (করতেছি) ডিপ ডাউনলোড, উই নেটিজেন (চান্স পাইয়া একটু অ্যাড মারলাম)।

৩. ড্রিমওয়েভার ফুল ভার্শন করতে পারিনি, কেউ পারলে জানাবেন।

৪. আমি পাকা লেখক নই, ভুলত্রুটি হতে পারে। ভুলগুলো আশা করি তুলে ধরবেন। সমালোচনা আন্তরিকভাবে গৃহীত হবে, তবে সমালোচনার ভাষার দিকে একটু নজর দিবেন।

নোটঃ যাদের সামর্থ্য আছে তারা পাইরেট কপি ব্যবহার না করে অরিজিনাল ভার্শন ব্যবহার করুন। আপনাদের সহযোগিতার মাধ্যমেই ডেভলপাররা উন্নতমানের পন্য নিয়ে আসতে উৎসাহ পাবে।

উৎসঃ প্রো ডিজাইন টুলস

Level 2

আমি ghosthost। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কষ্ট করেছেন দেখতে পারছি। টেকটিউনস পরিবারের পক্ষ থেকে আপনাকে তাজা ধইন্যার শুভেচ্ছা। এতোগুলো সফটওয়্যার এভাবে ডাউনলোড করে আপলোড করা চাট্টিখানি কথা না। আপনার এই উদ্যোগ দেখে আমি হতবাক হয়ে গেছি। আশা করছি টেকটিউনসের প্রতি এমন উদারতাময় কাজ সব সময় অব্যাহত রাখবেন।

টিউনটি অনেক ভালো হয়েছে। নতুন টিউনার হিসাবে প্রত্যাশার চাইতেও অনেক ভালো করেছেন। আশা করি সুন্দর টিউনের এই ধারা সব সময় অব্যাহত রাখবেন। আর অবশ্যই টিউনের পরিমাণ বৃদ্ধি করতে গিয়ে গুনগতমান নষ্ট করবেন না। আপনার জন্য সব সময় শুভ কামনা।

    Level 2

    ধন্যবাদ ভাই।

খুবই সুন্দর টিউন করেছেন। আশা করি সামনেও এরকমই টিউন চালিয়ে যাবেন

ভাইয়া photoshop cc এবং photoshop cs এর মাঝে পার্থক্য কি?

patch not downloadable

    Level 2

    ভাই, লিঙ্ক ঠিক আছে, আপনি আবার চেষ্টা করে দেখুন।

ভাইয়া খুবই সুন্দর টিউস ……….চালিয়ে যান!!!!!!

photoshop cc 2015 32bit আপনার ডাউন লোড লিংকটা কমেন্ট এ দিবেন প্লিজ।

এই টিউন টা আরো এক জায়গায় কপি হয়েছে, যানিনা কোনটা কপি টিউন

    Level 2

    কোথায় ভাই?
    লিঙ্ক দিয়েন।

    Level 2

    আপনি মনে হয় আমার এই টিউনের প্রথম লাইনটি মিস করে গেছেন। 🙂

Vai ফটোশপ সিসি ২০১৫ (৩২ বিট) er link kaj kore na > Onno Link den Na Pls .

ফটোশপ সিসি ২০১৫ ( 64 বিট) এর লিংকটা দেওয়া যাবে। আগের লিংক কাজ করছে না।

ভআই ধন্যবাদ। দয়া করে প্রিমিয়ার প্র সিসি এর ৩২ বিট এর লিংক টা দিতে পারবেন। খুব উপকৃত হতাম।

ধন্যবাদ ভাই। এটাতো ভিডিও এডিট এর তাই না? আর এটা কি ৩২ বিট এ চলবে? আর ফাইল 7z এর মানে কি? এটা কিরকম ফাইল?

ভাই এডোব লাইটরুম সিসির লিংকটা দেন প্লিজ