টিউনের পূর্বেই বলে নেই, অ্যাডবি সিসি ২০১৫ সম্পর্কে টিটিতে প্রথম টিউন করেন সানিম মাহবীর ফাহাদ ভাই। তার টিউনের লিঙ্ক এখানে।
তো, প্রশ্ন জাগতেই পারে যে, একই টিউন আবার করার মানে কী?
আসলে আমার টিউনটি তার টিউন থেকে অতি সামান্যই আলাদা তবে ইফেক্টিভ। মূল পার্থক্য হল ডাউনলোড লিঙ্কে। সানিম ভাই তার টিউনে অ্যাডবির অফিশিয়াল সাইটের ডাউনলোড লিঙ্ক দিয়েছেন। আর আমি সেই ফাইলগুলোই অন্য ফাইল সার্ভারে আপলোড দিয়েছি, তাই অ্যাডবি-তে গিয়ে ঝামেলা করার দরকার নাই। তাছাড়া, অ্যাক্টিভেশনেও একটু পার্থক্য রেখে টিউনটি করছি। তার টিউনে একজন বলেছেন যে অ্যাক্রোবেট নাকি অ্যাক্টিভেট করা যায় না। আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব।
অ্যাডবি সম্পর্কে আপনারা সবাই জানেন, তাই ভ্যাজর ভ্যাজর না করে সরাসরি ডাউনলোড লিঙ্ক দিচ্ছি।
অ্যাডবি সিসি ২০১৫ | উইন্ডোজ | ম্যাক | |||
---|---|---|---|---|---|
সাইজ | ফাইল | সাইজ | ফাইল | ||
অ্যাডবি সিসি সিস্টেম রিক্যুয়ারমেন্ট *ম্যাক এর ফাইলগুলো আপলোড চলছে। আপলোড পূর্ণ হলে লিঙ্ক আপডেট করা হবে। | |||||
ফটোশপ সিসি ২০১৫ (৩২ বিট) | ৬৯৩ মেগা | ডাউনলোড | |||
ফটোশপ সিসি ২০১৫ (৬৪ বিট) | ৭৯৭ মেগা | ডাউনলোড | ৮২৬ মেগা | ডাউনলোড | |
ইলাস্ট্রেটর সিসি ২০১৫ (৩২ বিট) | ১.৬ গিগা | ডাউনলোড | |||
ইলাস্ট্রেটর সিসি ২০১৫ (৬৪ বিট) | ১.৭ গিগা | ডাউনলোড | ১.৭ গিগা | ডাউনলোড | |
ইনডিজাইন সিসি ২০১৫ (৩২ বিট) | ৪৬০ মেগা | ডাউনলোড | |||
ইনডিজাইন সিসি ২০১৫ (৬৪ বিট) | ৪৯৫ মেগা | ডাউনলোড | ৫৪০ মেগা | ডাউনলোড | |
ইনকপি সিসি ২০১৫ (৩২ বিট) | ৪৫৪ মেগা | ডাউনলোড | |||
ইনকপি সিসি ২০১৫ (৬৪ বিট) | ৪৮৮ মেগা | ডাউনলোড | ৫২৪ মেগা | ডাউনলোড | |
ড্রিমওয়েভার সিসি ২০১৫ (৩২ বিট) | ৩৩০ মেগা | ডাউনলোড | |||
ড্রিমওয়েভার সিসি ২০১৫ (৬৪ বিট) | ৪১৭ মেগা | ডাউনলোড | ৩১১ মেগা | ডাউনলোড | |
ফ্ল্যাশ প্রোফেশনাল সিসি ২০১৫ | ৮৫৫ মেগা | ডাউনলোড | ৯৫৬ মেগা | ডাউনলোড | |
প্রিমিয়ার প্রো সিসি ২০১৫ | ৭৯৮ মেগা | ডাউনলোড | ৯৪১ মেগা | ডাউনলোড | |
আফটার ইফেক্টস সিসি ২০১৫ | ১.৩ গিগা | ডাউনলোড | ১.৩ গিগা | ডাউনলোড | |
অডিশন সিসি ২০১৫ | ৩১৯ মেগা | ডাউনলোড | ৩৪০ মেগা | ডাউনলোড | |
প্রিল্যুড সিসি ২০১৫ | ৩৮৪ মেগা | ডাউনলোড | ৩৯২ মেগা | ডাউনলোড | |
স্পিডগ্রেড সিসি ২০১৫ | ৩৩৯ মেগা | ডাউনলোড | ৩৬০ মেগা | ডাউনলোড | |
মিডিয়া এনকোডার সিসি ২০১৫ | ৫২৬ মেগা | ডাউনলোড | ৬৫৭ মেগা | ডাউনলোড | |
ম্যুজ সিসি ২০১৫ | ২০১ মেগা | ডাউনলোড | ২৭০ মেগা | ডাউনলোড | |
এজ অ্যানিমেট সিসি ২০১৫ | ১৪৯ মেগা | ডাউনলোড | ১৩৭ মেগা | ডাউনলোড | |
এজ কোড সিসি প্রিভিউ | ৩৭ মেগা | ডাউনলোড | ৪৩ মেগা | ডাউনলোড | |
এজ ইন্সপেক্ট সিসি | ৩০ মেগা | ডাউনলোড | ২৮ মেগা | ডাউনলোড | |
এজ রি-ফ্লো সিসি প্রিভিউ (৩২ বিট) | ৩২ মেগা | ডাউনলোড | |||
এজ রি-ফ্লো সিসি প্রিভিউ (৬৪ বিট) | ৩২ মেগা | ডাউনলোড | ৩৪ মেগা | ডাউনলোড | |
ব্রিজ সিসি (৩২ বিট) | ৩১৪ মেগা | ডাউনলোড | |||
ব্রিজ সিসি (৬৪ বিট) | ৩৪৯ মেগা | ডাউনলোড | ৩৭০ মেগা | ডাউনলোড | |
স্কাউট সিসি | ১৭ মেগা | ডাউনলোড | ১৩ মেগা | ডাউনলোড | |
ড্রাইভ সিসি | ৩৭৫ মেগা | ডাউনলোড | ২১৪ মেগা | ডাউনলোড | |
এক্সটেনশন ম্যানেজার সিসি | ১০৮ মেগা | ডাউনলোড | ১০৩ মেগা | ডাউনলোড | |
সিসি ডেস্কটপ অ্যাপ | ২০৩ মেগা | ডাউনলোড | ১৮৭ মেগা | ডাউনলোড | |
সিসি ২০১৫ এর অন্যান্য টুলস | |||||
অ্যাক্রোব্যাট ডিসি প্রো | ৫৪৫ মেগা | ডাউনলোড | ৫১৮ মেগা | ডাউনলোড | |
লাইটরুম সিসি ২০১৫ | ৭৪৪ মেগা | ডাউনলোড | ৭২৭ মেগা | ডাউনলোড | |
ক্যামেরা র | ২৪৭ মেগা | ডাউনলোড | ২১৪ মেগা | ডাউনলোড | |
ফ্ল্যাশ বিল্ডার ৪.৭ প্রিমিয়াম | ১ গিগা | ডাউনলোড | ১.১ গিগা | ডাউনলোড | |
ফায়ারওয়ার্কস সিএস ৬ | ৪৩৮ মেগা | ডাউনলোড | ৬২৭ মেগা | ডাউনলোড | |
এনকোর সিএস ৬ (আরো তথ্য) | ১.১ গিগা | ডাউনলোড | ১.৬ গিগা | ডাউনলোড | |
এক্সটেন্ড স্ক্রিপ্ট টুলকিট | ৯৪ মেগা | ডাউনলোড | ৯৬ মেগা | ডাউনলোড | |
এক্সচেঞ্জ প্যানেল টুলকিট | ৭৯ মেগা | ডাউনলোড | ৯০ মেগা | ডাউনলোড | |
সিসি প্যাকেজার | ৩ মেগা | ডাউনলোড | ৪ মেগা | ডাউনলোড | |
গেমিং এসডিকে | ২৯৬ মেগা | ডাউনলোড | ৩১৫ মেগা | ডাউনলোড | |
টাচ অ্যাপ প্লাগিন | ৪ মেগা | ডাউনলোড | ৮ মেগা | ডাউনলোড | |
অ্যাক্টিভেটর | |||||
অ্যাডবি সিসি প্যাচার | ১.১ মেগা | Download |
১. ফাইলগুলো ডাউনলোড হওয়ার পরে, নেট ডিসকানেক্ট করে দিন।
২. ট্রায়াল কপি হিসেবে সফটওয়্যার ইনস্টল করুন।
৩. ইনস্টল হওয়ার পর, সফটওয়্যারটি ওপেন করুন।
৪. ট্রায়াল কপি হিসেবে কনফার্ম হওয়ার পর, সফটওয়্য্যারটি ক্লোজ করে দিন।
৫. প্যাচার ফাইলটি ওপেন করুন।
৬. ডাউন অ্যারোতে স্ক্রল করে একেবারে শেষে “try to find another product with the amtlib file” খুঁজে পাবেন।
৭. শুধুমাত্র ৬৪ বিটের সফটওয়্যারের জন্য “try to find another product with the amtlib file (64-Bit)” ব্যবহার করুন।
৮. ৩২ বিট এবং যেগুলেতে বিটের উল্লেখ নেই সেইসব সফটওয়্যারের জন্য “try to find another product with the amtlib file (32-Bit)” ব্যবহার করুন।
৯. “Patch” বাটনে ক্লিক করুন।
১০. প্যাচারকে ইনস্টলেশন ফোল্ডারে ‘amtlib.dll’ এই ফাইলটি দেখিয়ে দিন।
১১. আপনার প্যাচ শেষ হয়ে গেলে, নেট কানেক্ট দিতে পারেন।
১২. সব সফটওয়্যারেরই অ্যাক্টিভেশন প্রক্রিয়া একই (অ্যাক্টিভেশন স্ক্রিন ভিন্ন হতে পারে, তবে নিয়ম একই)।
১. ডাউনলোডের লিঙ্ক যেহেতু ফাইল শেয়ারিং সাইটে দেয়া হয়েছে, তাই এতে বিরক্তিকর অ্যাড শো করবে। অ্যাড থেকে মুক্তি পেতে গুগল ক্রোম, ইউসি ব্যবহারকারীরা ইউব্লক অরিজিন , ফায়ারফক্স ব্যবহারকারীরা ইউব্লক অরিজিন, অপেরা ব্যবহারকারীরা ইউব্লক অরিজিন ব্যবহার করতে পারেন। এতে আপনি অ্যাড ছাড়াই এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন।
২. ডাউনলোড রিজ্যুম করা যাবে। নেট কানেকশন চলে গেলে বা অন্য কোনো কারনে ডাউনলোড বন্ধ হয়ে গেলে পুনরায় রিজ্যুম করা যাবে। সাধারনত রিজ্যুম করতে কোন আলাদা কাজ করতে করতে হয়না। তবে যদি কোনো কারণে রিজ্যুম না হয়, তা সমাধানেরও উপায় আছে। এক্ষেত্ত্রে পুনরায় এখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে এক্সাক্ট ডাউনলোড লিঙ্ক জেনারেট করতে হবে, এবং সেই লিঙ্কটি কপি করে পূর্বের ডাউনলোডকৃত ফাইলের লিঙ্কে পেস্ট করতে হবে। এরপর রিজ্যুম দিলেই ফাইল রিজ্যুম হবে।
৩. এখানের অ্যাক্টিভেশন পদ্ধতির থেকে সানিম ভাইয়ের অ্যাক্টিভেশন পদ্ধতি বেশি নিরাপদ (যদিও একটু ঝামেলাপূর্ণ)।
৪. ডাউনলোড করার জন্য আই.ডি.এম. এর তুলনা নেই। আই.ডি.এম. ৬.২৩ বিল্ড ১২ এর ফুল ভার্শন এখান থেকে ডাউনলোড করতে পারেন।
৫. ফাইল আনজিপ করার জন্য উইনরার ৫.২১ ডাউনলোড করতে পারেন।
১. যারা নিজের মনমত নাম দিয়ে (কাস্টমাইজড) ইউআরএল শর্ট করতে চান তারা এই সাইটে (যদিও সাইটের নিজের ইউআরএল-ই অনেক বড়) যেতে পারেন।
২. নতুন সাইট তৈরি করলাম (করতেছি) ডিপ ডাউনলোড, উই নেটিজেন (চান্স পাইয়া একটু অ্যাড মারলাম)।
৩. ড্রিমওয়েভার ফুল ভার্শন করতে পারিনি, কেউ পারলে জানাবেন।
৪. আমি পাকা লেখক নই, ভুলত্রুটি হতে পারে। ভুলগুলো আশা করি তুলে ধরবেন। সমালোচনা আন্তরিকভাবে গৃহীত হবে, তবে সমালোচনার ভাষার দিকে একটু নজর দিবেন।
নোটঃ যাদের সামর্থ্য আছে তারা পাইরেট কপি ব্যবহার না করে অরিজিনাল ভার্শন ব্যবহার করুন। আপনাদের সহযোগিতার মাধ্যমেই ডেভলপাররা উন্নতমানের পন্য নিয়ে আসতে উৎসাহ পাবে।
উৎসঃ প্রো ডিজাইন টুলস
আমি ghosthost। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক কষ্ট করেছেন দেখতে পারছি। টেকটিউনস পরিবারের পক্ষ থেকে আপনাকে তাজা ধইন্যার শুভেচ্ছা। এতোগুলো সফটওয়্যার এভাবে ডাউনলোড করে আপলোড করা চাট্টিখানি কথা না। আপনার এই উদ্যোগ দেখে আমি হতবাক হয়ে গেছি। আশা করছি টেকটিউনসের প্রতি এমন উদারতাময় কাজ সব সময় অব্যাহত রাখবেন।
টিউনটি অনেক ভালো হয়েছে। নতুন টিউনার হিসাবে প্রত্যাশার চাইতেও অনেক ভালো করেছেন। আশা করি সুন্দর টিউনের এই ধারা সব সময় অব্যাহত রাখবেন। আর অবশ্যই টিউনের পরিমাণ বৃদ্ধি করতে গিয়ে গুনগতমান নষ্ট করবেন না। আপনার জন্য সব সময় শুভ কামনা।