আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। এটা হল আমার ৭ম টিউন। আশা করি ভালো লাগবে। ৭ম টিউনটি শুরু করি IDM(ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) দিয়ে। IDM হল ডাউনলোড করার জন্য অন্যতম সেরা সফটওয়্যার। এটা দ্বারা খুব সহজে ইন্টারনেট থেকে ভিডিও গান ছবি ইত্যাদি খুব সহজে এবং খুব দ্রুততার সঙ্গে ডাউনলোড করা যায়। এটার খুব বেশী পরিচয় দেওয়ার কোন মানে হয় না। কারন যারা ইন্টারনেট সম্পর্কে জানেন তারা অবশ্যই এটাকে চিনেন। তাই কথা বেশী বাড়াবোনা।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার IDM ৬.২৩ বিলট ১২ ডাউনলোড করুন।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর যখন নতুন ভার্সন রিলিজ হবে তখন আপনি যদি আপডেট দেন তাহলেও কাজ হবে।মানে আপনাকে পুনরায় আর একটিভ করতে হবে না এবং প্রতি নতুন ভার্সনের জন্য কী-গান খুঁজতে হবে না। এটি একটিভ করা হবে বিধায় আর অতিরিক্ত ঝামেলায় যেতে হবে না। তাহলে চলুন কাজ শুরু করা যাক।
ফুল ভার্সন করার নিয়ম -
আপনার ইন্টারনেট কানেকশনটি অফ করে নিন। আগে থেকে আপনার পিসি তে IDM ইন্সটল করা থাকিলে সেটা Uninstall করে নিন। নতুন IDM টি ইন্সটল করে নিন। এরপর ফাইল কপি করে C drive এর ইন্সটল কৃত ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফোল্ডারে পেস্ট করুন।
পিসি restart দিন। ব্যাস, কাজ শেষ ! এবার ধুমছে ব্যবহার করুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার IDM আজীবনের জন্য। কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। ।
আমি সাদিক পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।