বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে মাএ ২টি সফটওয়্যার দিয়ে
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
রঙিন করে নিন আপনার পিসির ফোল্ডারগুলো,মজার একটি সফটওয়ার। সফটওয়ারটি যারা আগে ব্যাবহার করেননি তারা এখন ব্যাবহার করে দেখুন, মজা পাবেন ১০০%। পিসির ফোল্ডার গুলোর একই কালার বার বার দেখতে দেখতে আর ভাল লাগেনা !!! তাই যদি ফোল্ডার গুলো রাঙিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুনতো? আজ আমি এই রকম ই দুটি সফটওয়্যার দেব যার দ্বারা আপনারা আপনাদের ফোল্ডার বিভিন্ন রঙ এ তো রাঙ্গাতে পারবেই সাথে বিভিন্ন সংখার আইকন এবং আরও আনেক কিছু । এর আগেও অনেকে অনেক এই রকম সফটওয়্যার দিয়েছে কিন্তু আমি অন্তত এইওটুকু বলতে পারি এগুলার মত আর একটাও নয় ।
নিচে স্ক্রীনশুট
দুটাই ভাল এবং আলাদা আলাদা আইকন আছে।
size : 7.1 mb
size :1.4mb
(। ডাউনলোড করার জন্য ফায়াফক্স ব্যবহার করুন । কেউ ডাউনলোড করতে না পারলে প্লিস নেগেটিভ মন্তব্য করবেন না । )
size : 7.1 mb
(। ডাউনলোড করার জন্য ফায়াফক্স ব্যবহার করুন । কেউ ডাউনলোড করতে না পারলে প্লিস নেগেটিভ মন্তব্য করবেন না । )
অনেকে বলেছে রেজিস্ট্রেশন কোড ছাড়া এটা কিভাবে ব্যবহার করবো? আমি বলছি যাবে । নিচে দেখুন
এটা ৩০ দিনের জন্য হলেও এটা তারপরও ব্যবহার করা যাবে কিন্তু অন করার পর ৩০ সেকেন্ড ওয়য়েট করতে বলবে ।
চিত্র গুলা দেখে নিশ্চই বুঝতে পারছেন এটা ফুল্ না হলেও ইউস করা যাবে
আমি আসিফ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 133 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো আনরেজিস্টার্ড ভার্শন।
রেজিস্ট্রেশন কোড আছে??